Tripura Election 2023: টাকা ছড়িয়ে ভোটার কিনতে গিয়ে ধৃত বিজেপি প্রার্থী, গুলি চলল রাতভর

ভোটারদের ভীতি দেখাতে গুলি চলছে, এর পাশাপাশি টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগে আটক বিজেপি প্রার্থী। সবমিলে নির্বাচনের একদিন আগে ভয়াবহ পরিস্থিতি ত্রিপুরায়। Tripura Election 2023…

BJP

ভোটারদের ভীতি দেখাতে গুলি চলছে, এর পাশাপাশি টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগে আটক বিজেপি প্রার্থী। সবমিলে নির্বাচনের একদিন আগে ভয়াবহ পরিস্থিতি ত্রিপুরায়। Tripura Election 2023 নির্বাচনের আগে শাসক বিরোধী সংঘর্ষে গরম ত্রিপুরা। কমিশন অসহায়।

চাঞ্চল্যকর ঘটনা রাজ্যের করমছড়া কেন্দ্রে। বিজেপি বিধায়ক টাকা বিলি করে ভোটার কিনতে গিয়ে এলাকাবাসীর রোষের মুখে পড়েন। বিজেপি প্রার্থী ব্রজলাল ত্রিপুরাকে ঘিরে ফেলেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে বিজেপি প্রার্থীকে কোনওকমমে উদ্ধার করে পুলিশ। তাকে আটক করা হয়েছে। তবে ওই বিজেপি প্রার্থী অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে প্রায় আট লক্ষ টাকা উদ্ধার করা হয় সিমনা কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচার গাড়ি থেকে। অভিযোগ, বিপুল টাকা বিলিয়ে ভোট কিনে জিততে মরিয়া বিজেপি।

মঙ্গলবার প্রচারের শেষ হয়েছে। তার পরই রাত থেকে গুলি চলতে শুরু করল বিশালগড়ে। অভিযোগ ভোটারদের ভয় দেখাতে বিশালগড়ের সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকায় হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। এর জেরে প্রবল উত্তেজনা ছড়ায়। সকাল হতে আরও থমথমে পরিস্থিতি।

একাধিক বিধানসভা কেন্দ্রে বিজেপি বনাম সিপিআইএম ও কংগ্রেস সমর্থকদের হামলা চলছে পরস্পরের বিরুদ্ধে। তিপ্রা মথা বনাম বিজেপির সংঘর্ষও শুরু। তবে সর্বাধিক উত্তেজনাকর পরিস্থিতি বিশালগড়, চড়িলাম ও করমছড়া বিধানসভা এলাকায়। সংঘর্ষে জখম হয়েছেন শাসক ও বিরোধী দলের একাধিক সমর্থক। কয়েকজন গুরুতর জখম।