HomeWest BengalKolkata Cityবৈশাখী কতদিন সিঁদুর পরবে বলে দিলেন শোভন

বৈশাখী কতদিন সিঁদুর পরবে বলে দিলেন শোভন

- Advertisement -

অনেক দিন পর আলোচনায় যুগলে। অনেকদিন পর বৈশাখী-শোভন নিয়ে চর্চা। তৃণমূল কংগ্রেসে এখনও পুরোপুরি এন্ট্রি হয়নি তবে কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় পুরোপুরি একাত্ম বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তৃণমূল মহলে অবশ্য চালু রসিকতা, ‘বৈশাখী হলেন শোভনের সিঁদুর পরানো বান্ধবী’। এবার শোভন জানিয়েছেন বৈশাখীর সিঁথিতে সিঁদূরের মেয়াদ কতদিন।

সোশ্যাল মিডিয়ায় শোভন চট্টোপাধ্যায় বলেছেন,’আমি যতদিন বেঁচে থাকব বৈশাখী ততদিন সিঁদুর ও মঙ্গলসূত্র পরবেন। যাতে ওঁর শ্রীবৃদ্ধি হয়।’ অর্থাত ফের অর্ধাঙ্গিনী হিসেবেই বৈশাখীকে তিনি গ্রহণ করেছেন বলে জানালেন। এর আগে দুর্গা পুজোর অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে বৈশাখীকে সিঁদুর পরান। সেই থেকে বৈশাখী সিঁদুর পরেন।

   

তিনি আগের পক্ষের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার পর সিঁদুর পরতেন না। এখন শোভনের দেওয়া সিঁদুর মাথায় রাখেন। এদিকে শোভন চট্টোপাধ্যায়ের সাথেও তাঁর স্ত্রী রত্মার বিবাহ বিচ্ছেদ মামলা চলছে। আইনত এখনও শোভন-রত্না স্বামী স্ত্রী। তবে শোভন আর রত্না আলাদা থাকেন। শোভন থাকেন বৈশাখীর সাথে।

শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে। শোভনকে কলকাতার মেয়র পদে বসিয়েছিলেন মমতা। তবে বৈশাখীর সাথে সম্পর্ক ও দাম্পত্য কলহের জেরে রাজনৈতিক জীবন থেকে সরে যান শোভন। গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে গেছিলেন কিছুদিনের জন্য। পরে বৈশাখীর সাথে নবান্ন ও কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ফের ঘনিষ্ঠতা বাড়িয়েছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular