Sourav Ganguly: মঙ্গলবার বিকালে হঠাৎ রাজভবনে সৌরভ!

Sourav Ganguly

মঙ্গলবার বিকালে হঠাৎ করে রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন ভারত অধিনায়কের হঠাৎ রাজভবনে যাওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।জানা যাচ্ছে, মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ কালো রঙের একটি গাড়িতে চেপে রাজভবনের ভিতরে ঢোকেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে। তবে কী কারণে সৌরভ রাজভবনে গিয়েছেন তা স্পষ্ট নয়।

Advertisements

উল্লেখ্য, সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব আসে। সেই নিয়ে শুরু হয় জল্পনা। সৌরভ গঙ্গোপাধ্যায় গোটা দেশের কাছে আইকন। তবে তাঁকে নিয়ে বাংলার রাজনীতিতে টানাটানি বহুদিনের। তিনি ঘাসফুল নাকি পদ্মফুল এই নিয়ে চর্চা বহুদিনের।
তবে মঙ্গলে সৌরভের হঠাৎ রাজভবন সফর নিয়ে জল্পনা তুঙ্গে।

Advertisements