Murshidabad : রোজগার করতে বলায় বিরক্তি, বাবাকে গুলি করল ছেলে

shoot out

 

বেকার ছেলেকে রোজগার করতে বলায় বিপত্তি। একাধিকবার ছেলেকে রোজগার করতে বলায় নাকি নিত্যদিন সাংসারিক অশান্তি লেগেই থাকত বলে জানা গিয়েছে। শনিবার এই অশান্তি চরমে ওঠে। বাবকে গুলি করে ছেলে।

   

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের সৈদাবাদে জোড়া শিব মন্দির এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম সুশান্ত কুমার মণ্ডল এবং অভিযুক্ত ছেলের নাম সৌমেন মণ্ডল। আহত ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে জাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে পরিবারের ছোট ছেলে সৌমেন মণ্ডল। তিনি বড্ড কুঁড়ে এবং অলস। কিছুতেই রোজগার করতে ইচ্ছুক নয়। বাবার ওপরে নির্ভরশীল থাকতে পছন্দ করতেন আর বাবা তাঁকে রোজগার করার জন্য চাপ দিতে থাকায় ঘটে গেল বিপত্তি। আহত ব্যক্তি তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। তাঁর আত্মসম্মানে আঘাত লাগার ফলে এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন