Loksabha Election 2024: হাল ফেরাতে লালের ভরসা রাজদ্রোহী রিয়াং উপজাতি, ত্রিপুরায় রাম-বাম তীব্র লড়াই

রাজদ্রোহী রিয়াং। ১৯৪৩ সালে ত্রিপুরার (Tripura) এই উপজাতি গোষ্ঠী সশস্ত্র বিদ্রোহ গড়ে তুলেছিল। তাদের নেতৃত্বে ছিল ততকালীন অবিভক্ত কমিউনিস্ট পার্টি। বিখ্যাত সেই রিয়াং বিদ্রোহ ও…

রাজদ্রোহী রিয়াং। ১৯৪৩ সালে ত্রিপুরার (Tripura) এই উপজাতি গোষ্ঠী সশস্ত্র বিদ্রোহ গড়ে তুলেছিল। তাদের নেতৃত্বে ছিল ততকালীন অবিভক্ত কমিউনিস্ট পার্টি। বিখ্যাত সেই রিয়াং বিদ্রোহ ও পরবর্তী সময়ে উপজাতি গণমুক্তি পরিষদের নেতৃত্বে টানা সশস্ত্র বিদ্রোহের পর ত্রিপুরায় রাজতন্ত্র ঝুঁকে গেছিল। ভারতে অন্তর্ভুক্তি পরবর্তী সময়ে  উপজাতি নেতা দশরথ দেশের নেতৃত্বে দেশের প্রথম নির্বাচনে ত্রিপুরা থেকে বাম শিবিরের জয় ছিল চমকদার বিষয়। সে দিন অতীত।

২০১৮ সাল থেকে ত্রিপুরার উপজাতি এলাকায় সংগঠন ভেঙে গেছে সিপিআইএমের। পাহাড়ি উপজাতিদের সমর্থন খুইয়ে এ রাজ্যের বাম শিবির তথৈবচ। লোকসভা নির্বাচনে হারানো জমি পুনরুদ্ধারে উপজাতি অধ্যুষিত পূর্ব ত্রিপুরা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী করল অনমনীয় রিয়াং গোষ্ঠীর নেতা রাজেন্দ্র রিয়াংকে।

পূর্ব ত্রিপুরায় বাজুবন রিয়াং দীর্ঘ সময় ধরে বাম সাংসদ ছিলেন। তার পরেও আসনটি ছিল বাম দখলে। এই আসনের সর্বশেষ প্রাক্তন বাম সাংসদ জীতেন্দ্র চৌধুরী এখন সিপিআইএমের রাজ্য সম্পাদক। ২০১৮ সালে উপজাতি সংগঠন আইপিএফটির উত্থান হয়। উপজাতিদের ভোটের বৃহত্তম অংশ চলে বাম বিপক্ষে। ত্রিপুরায় টানা ২৫ বছরের বাম শাসন শেষ হয়ে যায়।  দুটি লোকসভা আসনেই পরাজিত হয় সিপিআইএম।

বিজেপি জোট সরকারের আমলে উপজাতি এলাকার রাজনীতি বারবার মোড় নিচ্ছে। গত বিধানসভা ভোটে ত্রিপুরার রাজা প্রদ্যোত দেববর্মণ তিপ্রা মথা দল গঠন করেন। দলটি বিধানসভায় বিরোধী আসনের মর্যাদা পেয়েছিল। তবে চমকপ্রদ ভূমিকা নিয়ে তিপ্রা মথা সামিল হয়েছে সরকারে। এর জেরে উপজাতি এলাকায় রাজার বিরুদ্ধে ক্ষোভ ছড়াচ্ছে ফের। রাজ্যের রিয়াং উপজাতিরা বিদ্রোহী অবস্থান ধরে রেখেই রাজা প্রদ্যোতের বিরোধী। এই ক্ষোভ পুঁজি করে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে রতন রিয়াংকে প্রার্থী করল সিপিআইএম।

ত্রিপুরার দুটি লোকসভা আসন। পূর্ব ত্রিপুরা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রাজা প্রদ্যোতের বোন রাজকুমারি কীর্তি সিংকে। উপজাতি এলাকায় বিজ্পির সরাসরি সংগঠন নেই। আইপিএফটি, তিপ্রা মথার যৌথ সাংগঠনিক শক্তি বিজেপির ভরসা। এই কেন্দ্রে বাম প্রার্থীর সমর্থনে আছে উপজাতি শাখা সংগঠন। কংগ্রেস জানিয়েছে সমর্থন। পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের আশিস সাহা। সমর্থন করেছে সিপিআইএম। রাজ্যের ৭-রামনগর কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থীকে সমর্থন করেছে কংগ্রেস।

ত্রিপুরার বিরোধী দল বর্তমানে সিপিআইএম। দলটি সূত্রে খবর, বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় থাকবেন জীতেন্দ্র চৌধুরী।