SLST Protest: যোগ্যদের চাকরি দিন…রক্তে লেখা চিঠি গেল মুখ্যমন্ত্রী মমতার কাছে

রক্ত দিয়ে লেখা চিঠি গেল মুখ্যমন্ত্রী মমতার কাছে। চিঠিতে লেখা আছে যোগ্যদের চাকরি দিন। হকের চাকরির দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে টানা ৮০০ দিন ধরে বিক্ষোভ (SLST Protest) অবস্থানে আছেন SLST চাকরিপ্রার্থীরা।

Advertisements

মঙ্গলবার নবম-দশম ও একাদশ-দ্বাদশের এসএলএসটি চাকরিপ্রার্থীরাবলেন, তারা পরীক্ষা দিয়ে পাশ করেছি। যোগ্যতা থাকলেও পড়ানোর বদলে রাস্তায় বসে আন্দোলন করেছি। মুখ্যমন্ত্রী যেন আর্জি শোনেন। তিনি দ্রুত যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ ব্যবস্থা করেন।

   

নিয়োগের দাবি জানিয়ে চাকরিপ্রার্থীরা নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছে পাঠান। গান্ধী মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীরা মুখে কালি মেখে প্রতিবাদ জানান।

Advertisements

বঞ্চিত চাকরিপ্রার্থীরা বলেছেন রাজ্য সরকার সমস্যা সমাধানের কোনও পথ পায়নি। সরকার আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে।