HomeWest BengalKolkata CitySandhya Mukhopadhyay: ভালো নেই 'গীতশ্রী', রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে

Sandhya Mukhopadhyay: ভালো নেই ‘গীতশ্রী’, রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে

- Advertisement -

বৃহস্পতিবার হঠাতই অসুস্থ হয়ে পড়েন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। তড়িঘড়ি গ্রিন করিডর করে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, শিল্পী করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত। তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

শিল্পীকে দেখে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সন্ধ্যাদি খুবই অসুস্থ। মেয়ে এবং জামাই সকালে এসে ওনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। উডবার্নে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড তৈরি করা হয়েছিল। তাদের পর্যবেক্ষণেই চিকিৎসা চলছিল। হৃদযন্ত্রেরও সমস্যা রয়েছে ওনার। ইতিমধ্যেই অ্যাপোলোর সঙ্গে কথা বলেছি। আজই এসএসকেএম থেকে সরিয়ে নেওয়া হচ্ছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে।’

   

এরপর এসএসকেএম থেকে শিল্পীকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে তাঁর ভক্তকূল মুখিয়ে রয়েছেন এটা জানতে যে বর্তমানে সন্ধ্যা মুখোপাধ্যায় কেমন আছেন? অ্যাপোলো হাসপাতাল সূত্র মারফত খবর, করোনার পাশাপাশি শ্বাসকষ্টেরও সমস্যা রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ইসিজি সহ অন্যান্য পরীক্ষায় দেখা গেছে, যে শিল্পীর হার্টবিট কখনও কখনও বেড়ে যাচ্ছে। এবং হৃৎপিন্ডটাও কিছুটা বড়। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে গীতশ্রীকে।

পরিবার সূত্রে খবর, সন্ধ্যার ফুসফুসে সংক্রমণ আরও বেড়েছে। বুধবার রাত থেকেই শিল্পীর শরীর খারাপ হতে শুরু করে।

দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে বাংলা-সহ একাধিক ভাষায় গেয়েছেন কয়েক হাজার গান। সম্প্রতি এই প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee) চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী দেওয়ার কথা জানানো হয়। কিন্তু এই কিংবদন্তি শিল্পী সেই সম্মান প্রত্যাখ্যান করে দেন। মোদি সরকারকে ফোনেই শিল্পী স্পষ্ট জানিয়ে দেন, তাঁর এই সম্মানের কোনও প্রয়োজন নেই। তাঁর পরিবারের পক্ষ থেকে এই কথা জানানো হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular