Metro: মহালয়ার আগের সন্ধ্যায় মেট্রো বিভ্রাট

Kolkata Metro

মহালয়ার আগের সন্ধ্যায় মেট্রো বিভ্রাট। শ্যামবাজারে সিগন্যালিংয়ের সমস্যার জেরে শুক্রবার সন্ধ্যায় দমদম থেকে বন্ধ সমস্ত মেট্রো। জানা গিয়েছে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ শ্যামবাজার স্টেশনে সিগন্যালিংয়ে সমস্যা ধরা পড়ে। এই সমস্যার জেরে আংশিকভাবে বিপর্যস্ত হয়ে যায় মেট্রো পরিষেবা। এমন অবস্থায় পুজোর শেষ মিনিটের কেনাকাটা করতে বেরনো যাত্রীরা মেট্রোর ভিতর আটকে পড়েন।

Advertisements

সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী কবি সুভাষ থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হচ্ছে। কিন্তু, দমদম থেকে মেট্রো আসা এবং যাওয়া বন্ধ। জানা যাচ্ছে শ্যামবাজার থেকে এসপ্ল্যান্যাডের মাঝে অনেক মেট্রো আটকে থাকে। সিগন্যালিংয়ের সমস্যা ঠিক করতে মেট্রোর ইঞ্জিনিয়ররা গ্রাউন্ডে নেমে কাজ শুরু করেন। এরপর সাড়ে সাতটা নাগাদ পরিষেবা ফের স্বাভাবিক হয়।

Advertisements

পুজোর ভিড় সামলাতে প্রাক পুজো স্পেশ্যাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ তারিখ পর্যন্ত শনি ও রবিবার চালানো হচ্ছে প্রাক পুজো স্পেশ্যাল মেট্রো।