HomeWest BengalKolkata Cityঠাকুরবাড়িতে অভিষেকের কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা শান্তনুর

ঠাকুরবাড়িতে অভিষেকের কর্মসূচি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা শান্তনুর

- Advertisement -

বনগাঁয় মতুয়াগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন শান্তনু ঠাকুরের! বনগাঁয় মতুয়া গোষ্ঠির ঠাকুরবাড়িতে অভিষেকের কর্মসূচি নিয়ে আদালতে মামলা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর।

মতুয়া ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া ঘিরে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ এনেছেন শান্তনু ঠাকুর এবং সেই মর্মেই মামলা দায়ের করেছেন। মামলা দায়ের হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে।

   

আদালতে করা মামলায় অভিযোগ করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে না জানিয়ে মতুয়া মহা সংঘের মন্দিরের সামনে মিছিল করেন। এর ফলে তৃণমূলের কর্মী-সমর্থকরা মন্দিরে ভির করেন।

আরও অভিযোগ করা হয়েছে যে এই নিয়ে মন্দিরের তরফে অভিযোগ জানালেও সেটা নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। উল্টে মন্দির কমিটি-সহ ভক্তদের বিরুদ্ধে পাঁচটি FIR করেছে পুলিশ এবং কয়েকজনকে গ্রেফতারও করেছে।

শান্তনু ঠাকুরকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা বেঞ্চে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular