Kolkata Police: বিশ্বকাপ ম্যাচের নিরাপত্তা বলয়, সদা সতর্ক কলকাতা পুলিশ

ইডেনে রবিবার ভারত এবং দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ম্যাচ। ম্যাচ নিয়ে আগ্রহ যেমন তুঙ্গে তেমনই নিরাপত্তা জোরদার করা হয়েছে শহর জুরে। ম্যাচের আগেই টিকিটের কালোবাজারি চলছে।…

ইডেনে রবিবার ভারত এবং দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ম্যাচ। ম্যাচ নিয়ে আগ্রহ যেমন তুঙ্গে তেমনই নিরাপত্তা জোরদার করা হয়েছে শহর জুরে। ম্যাচের আগেই টিকিটের কালোবাজারি চলছে। এর ফলে টিকিটের দাম হুহু করে বেড়েছে। কলকাতা পুলিশের তরফে শহরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রবিবারের বিশ্বকাপের আগে। কড়া নিরাপত্তা বলয়। সতর্কতা অবলম্বন করছে পুলিশ।

Advertisements

শহরে দুই দলের খেলোয়াড়রা আসার আগে থেকেই থাকছে পুলিশের তরফ থেকে চরম প্রস্তুতি। নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। বহু স্তরের নিরাপত্তা বজায় থাকবে খেলোয়াড়দের জন্যে। ইডেনের চারিপাশে থাকছে ড্রোনের ব্যবস্থা যার সাহায্যে কড়া নজরদারি চালাবে পুলিশ। ড্রোনগুলি ১২ ঘণ্টা অবধি পরিষেবা দিতে সক্ষম এবং প্রায় ১২০ মিটারের উচ্চতা অবধি উড়তে পারে। রবিবার হোটেল থেকে ইডেনে খেলোয়াড়দের যাওয়ার আগে থেকেই পার্শ্ববর্তী সকল রাস্তা খালি করে দেওয়া হবে বলে জানা যাছে। কলকাতা পুলিশের ‘স্পেশ্যাল অ্যাকশন ফোর্স (SAP)’ দেবে খেলোয়াড়দের নিরাপত্তা, যাতে কোন ব্যক্তি তাদের কাছে চলে আসতে না পারে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে সমস্ত হাওড়াগামী এবং বিবাদীবাগ-গামী বাস ও মিনিবাসকে সেন্ট জর্জেস গেট রোড বা এমজি রোডে ঘুরিয়ে দেওয়া হবে রবিবার খেলার আগে।

Advertisements

রবিবার ভারত–দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ। তার আগে টিকিটের কালোবাজারিতে শোরগোল পড়ে গিয়েছে। ম্যাচের টিকিট নিয়ে কার্যত হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। মিলছে না টিকিট। আবার কিছু ক্ষেত্রে টিকিট মিললেও তা বিক্রি হচ্ছে ১০ গুণ চড়া দামে।

জানা গিয়েছে,কালোবাজারির অভিযোগ তুলে ময়দান এবং এন্টালি থানায় মোট ৭টি এফআইআর হয়েছে। সিএবি এবং অনলাইনে টিকিট বিক্রি করা সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। টিকিট না পেয়ে বেজায় ক্ষুদ্র ক্রিকেটপ্রেমীদের একাংশ।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিকিট কালোবাজারির অভিযোগে শুক্রবার দুপুর পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯৪টি টিকিট বাজেয়াপ্ত করেছে পুলিশ।