সোমবার থেকে চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো

দীর্ঘ প্রতিক্ষার অবসান, আগামী সোমবার থেকে চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো। এর জেরে শিয়ালদহ থেকে পৌঁছনো যাবে সেক্টর ফাইভে।

সূত্রের খবর, এদিন বিকেল ৫টায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর সপ্তম স্টেশন শিয়ালদহ স্টেশনের উদ্বোধন করতে পারেন মন্ত্রী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার থেকে বাণিজ্যিক ভাবে রান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে তারা।

   

সোমবার থেকে চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো
শুক্রবার মেট্রো রেল এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর বাস্তবায়নকারী সংস্থা কেএমআরসি-র আধিকারিকরা সোমবারের উদ্বোধনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ পেয়েছেন।

যদিও সাধারণ মানুষ ১৪ জুলাই থেকে এই নতুন মেট্রো রুটে উঠতে পারবেন বলে খবর। এদিকে আশা করা হচ্ছে, শিয়ালদা মেট্রো চালু হয়ে গেলে, শিয়ালদা থেকে বিপুল সংখ্যাক যাত্রী যানজট এড়িয়ে খুব দ্রুত পৌঁছে যেতে পারবেন সেক্টর ফাইভে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন