Advertisements

দুমাস পর পড়ুয়াদের জন্য খুলল স্কুলের দরজা

সকল কোভিড বিধি মেনে সোমবার থেকে রাজ্যে খুলল স্কুল (School)। গত মে মাসে রাজ্যের তাপমাত্রা বেড়ে যাওয়ায় পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে স্কুল বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর প্রথমে স্কুল খোলার কথা ছিল ১৫ জুন। তবে রাজ্যে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আরও ১১দিন স্কুল খোলার বিষয়টি পিছিয়ে দেওয়া হয়। 

Advertisements

তবে আজ থেকে পড়ুয়াদের জন্য খুলল স্কুল। তবে গত শনিবার থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের স্কুলে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও স্কুল পড়ুয়া ও স্কুল কর্মীদের মানতে হবে কিছু বিধিনিষেধ। যেমন স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মচারী থেকে ছাত্রছাত্রী, প্রত্যেকেরই কোভিডের ডবল টিকা আবশ্যিক।

 স্কুলে প্রবেশের জন্য মাস্ক মাস্ট। সবার কাছে স্যানিটাইজার থাকা বাধ্যতামূলক। এমনকি স্কুল কর্তৃপক্ষকেও স্যানিটাজারের ব্যবস্থা করতে বলা হয়েছে। খোলার আগে স্যানিটাইজ করতে হবে গোটা স্কুল চত্বর ।

Advertisements

এছাড়া সকলকে সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে। অন্যদিকে বর্ষায় ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ যাতে না বাড়ে সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। 

Advertisements