মঙ্গলে পঞ্চায়েত নিরাপত্তার শুনানি

Supreme Court

পঞ্চায়েত ভোটের নমিনেশন পর্বকে ঘিরে উত্তপ্ত রাজ্য। প্রত্যেক জেলা থেকে উঠে আসছে একের পর এক অভিযোগ। ভাঙর, চোপড়াসহ একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তির চিত্র উঠে এসেছে।

এই রণক্ষেত্রের চিত্র দেখে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার। মঙ্গলবার হবে পঞ্চায়েতের শুনানি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ রাজ্য নির্বাচন কমিশনের।

   

রাজ্য কমিশন জানিয়েছেন, “বাহিনী চাওয়ার কাজ আমাদের নয়, রাজ্যের”। অন্য দিকে বিচারপতিরা জানিয়েছে , “আপনাদের যদি বেশি সময় লাগে তাহলে কলকাতা হাইকোর্টে জানান”।

রাজ্য নির্বাচন কমিশন বলেন, ১৫ তারিখ কলকাতা হাইকোর্ট একটি অর্ডার দিয়েছে সেখানে তারা সময় দিয়েছে স্টেট ইলেকশন কমিশনকে। তিনি বলেন যে নিয়ম রয়েছে সেখানে স্টেট ইলেকশন কমিশন কেন্দ্রের কাছ থেকে সেন্ট্রাল ফোর্স চাইতে পারে না সেটা রাজ্য সরকারকে করতে হয়। সেক্ষেত্রে তাদেরকে কেন নির্দেশ দেওয়া হয়েছে সে কথা তিনি বলেন।

সেই সঙ্গে তিনি বলেন ২৪ ঘন্টার মধ্যে বুথ লেভেল কমপ্লাই করতে হবে। তিনি জানান ইতিমধ্যেই নির্বাচন কমিশন এখন অ্যাটাচমেন্ট করছে বিভিন্ন বুথে কত সিকিউরিটি দিতে হবে কি প্রস্তুতি রয়েছে বুথ গুলোর।

এর মধ্যেই কলকাতা হাইকোর্ট এই ধরনের একটি অর্ডার দিয়েছে । তারা চাইছেন সুপ্রিম কোর্ট যেন এর দ্রুত শুনানি করে।

গোটা বক্তব্য শোনার পর সুপ্রিমকোর্ট জানিয়েছেন কালকেই এই মামলার শুনানি হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন