Christmas: বড়দিনের আগে ফের করোনার কাঁটা, মাস্ক-স্যানিটাইজার বিলোবে সান্টা

Santa will distribute mask-sanitizer on Christmas due to Corona

বড়দিনের (Christmas) আনন্দ বনাম করোনার ভ্রুকুটি। তাই কাল একটু অন্যভাবে পথে নামতে বাধ্য হচ্ছেন শিশুদের প্রিয় সান্টাক্লজ। ঝোলায় বোঝাই রকমারি উপহার নয়। সামনে হয়তো আবার কঠিন সময় আসছে। মুহুর্মুহু চলছে কেন্দ্র বা রাজ্য প্রশাসনের বৈঠক।

নিজের প্রিয় কচিকাঁচাদের মধ্যে কোভিড আচরণবিধি ফিরিয়ে আনতে, মাস্ক স্যানিটাইজারের ব্যবহার ফিরিয়ে আনতে ক্রিসমাসের আগের দিনটাই বেছে নিয়েছেন গাঙ্গুলিবাগানের সান্টা দাদু। নিজের হাতে গড়া রেনবো ভিলেজে (শহরের একমাত্র কমিউনিটি ভিলেজ) নিজের হাতে ইতিমধ্যেই তৈরি করেছেন কাপড়ের মাস্ক এবং ঘরোয়াভাবে তৈরি হ্যান্ড স্যানিটাইজার।

   

এবার আর চকোলেট, খেলনা নয়। আদরের শিশুদের করোনার নতুন ভ্যারিয়েন্ট থেকে বাঁচাতে কাল সান্টা দাদু পরিমল দে, নিজে পুরোদস্তুর সান্টার বেশে এলাকার সমস্ত শিশুদের হাতে বড়দিনের উপহার হিসেবে তুলে দেবেন নিজের বানানো মাস্ক ও স্যানিটাইজার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন