Dearness Allowance: আন্দোলনের ঝাঁঝ বাড়াতে ডিএ না পেলে পঞ্চায়েতে কাজ না করার হুঁশিয়ারি

state government employee west bengal

ডিএ-এর (Dearness Allowance) দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়তে চলেছে৷ নায্য পাওয়া ডিএ না-পেলে বড়সড় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল আন্দোলনরত সরকারি কর্মচারিদের সংগ্রামী যৌথমঞ্চ (Sangrami Joutha Mancha)। সেই সুত্রেই এবার ডিএ না পেলে পঞ্চায়েত নির্বাচনে কাজ না করার হুঁশিয়ারি দিলেন সরকারি কর্মচারীরা। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন ও জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিত চলেছেন তাঁরা। একইসঙ্গে দুই দিনের মধ্যে বকেয়া ডিএ না মেটালে আগামীদিনে লাগাতার কর্মসূচির ঘোষণা করেছেন তাঁরা।

গত ২৭ জানুয়ারি থেকে শহিদ মিনারে ধর্নায় বসেছে সরকারি কর্মচারিদের একাধিক সংগঠনগুলি। পাঁচদিন ধরে চলছে অনশন কর্মসূচিও। একটানা অনশনের জেরে অসুস্থ এক সরকারি কর্মচারি। অসুস্থ ব্যক্তির নাম সঞ্জিত চক্রবর্তী। ভোররাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আরএনটেগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্না মঞ্চে অসুস্থ আরেক অনশনকারী অনিরুদ্ধ ভট্টাচার্যকে সকালে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে।

   

এর আগে একাধিকবার বকেয়া ডিএর দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছিল সরকারি কর্মচারিদের যৌথ সংগঠন। ১৩ তারিখ তাঁদের তরফে কর্মবিরতি পালন হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। এবার পঞ্চায়েত নির্বাচনে কাজ না করার হুঁশিয়ারি দিলেন তাঁরা।

যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, দাবি না মানা হলে কোনও নির্বাচন প্রক্রিয়ায় আমরা অংশ নেব না। আমরা ভোটকর্মী হিসাবে কাজ করি। কোনও মন্ত্রীসান্ত্রি কাজ করেন না। সেই কাজ আমরা বয়কট করব। প্রয়োজনে পঞ্চায়েত নির্বাচন হবে না। যাদের গদি আঁকড়ে পড়ে থাকার ইচ্ছে, তাদের তো আমাদেরও দেখতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন