‘মোদীর স্ক্রিপ্টে অভিষেকের নাটক!’ কটাক্ষ সেলিমের

salim-slams-abhishek-banerjee

কোচবিহারের জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ (Salim)সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড়। সভায় এক বৃদ্ধা মহিলাকে মঞ্চে তুলে অভিষেক দাবি করেন যে নির্বাচন কমিশন তাঁর নাম কেটে দিয়ে তাঁকে ‘মৃত ভোটার’ বানিয়ে দিয়েছে। প্রায় ২০ মিনিট ধরে এই বিষয়ে ভাষণ দেওয়ার পর মহিলা মঞ্চ থেকে নেমে বলেন যে তিনি গত ছয় মাস ধরে বৃদ্ধাভাতা পাননি এবং তাঁর ঘরও ভেঙে গেছে।

Advertisements

এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএমের রাজ্য সভাপতি মহম্মদ সেলিম তীব্র কটাক্ষ করেছেন অভিষেককে।সাংবাদিক সম্মেলনে সেলিম বলেন, “এটা মোদীর স্ক্রিপ্ট! অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্ক্রিপ্টের ওপর নাটক করছেন।” তিনি আরও যোগ করেন যে এই ধরনের ঘটনা আইপ্যাক (ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি)-এর তৈরি স্ক্রিপ্ট, যা কখনো বিজেপির কাছে বিক্রি হয়, কখনো তৃণমূলকে।

   

ভোটের সমীকরণ বদলে নওশাদকে চ্যালেঞ্জ হুমায়ুনের

সেলিমের কথায়, “এই স্ক্রিপ্টে ভোটার তালিকা নিয়ে নাটক করে মানুষকে ভুল বোঝানো হয়। অভিষেক মঞ্চে বৃদ্ধাকে তুলে ভোটার তালিকার অভিযোগ তুললেন, কিন্তু মহিলা নিজে বললেন ভাতা না পাওয়া আর ঘর ভাঙার কথা। এটা স্পষ্ট যে এখানে রাজনৈতিক নাটক চলছে।”এই ঘটনা ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে চলা বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।

তৃণমূলের অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশন মিলে লক্ষ লক্ষ ভোটারের নাম কেটে দিচ্ছে, যাতে বিরোধীদের ভোটব্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। অভিষেক নিয়মিত এই বিষয়ে সভা করে মানুষের কাছে পৌঁছচ্ছেন, বিশেষ করে উত্তরবঙ্গে যেখানে এসআইআর-এ অনেক নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। কোচবিহারে এই সভায় তিনি বৃদ্ধা মহিলাকে মঞ্চে ডেকে এনে বলেন যে কমিশন তাঁকে মৃত দেখিয়েছে, যা বিজেপির ‘অদৃশ্য রিগিং’-এর প্রমাণ।

কিন্তু মহিলার নিজের কথায় ঘটনা উলটে যায়। তিনি ভাতা না পাওয়া ও ঘর ভাঙার কথা বলেন, যা সরাসরি ভোটার তালিকার সঙ্গে যুক্ত নয়। এই অসঙ্গতিকে সেলিম ‘মোদীর স্ক্রিপ্ট’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, “আইপ্যাক এই ধরনের স্ক্রিপ্ট তৈরি করে। ২০১৯-এর পর তৃণমূল আইপ্যাক নিয়েছে, বিজেপিও ব্যবহার করেছে। এখন এই স্ক্রিপ্ট দিয়ে অভিষেক নাটক করছেন, যাতে মানুষের সহানুভূতি পাওয়া যায়। কিন্তু সত্যিটা বেরিয়ে পড়ছে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements