BJP: বরানগর উপনির্বাচনের টিকিট পেলেন সজল ঘোষ

Sajal Ghosh

লোকসভার পরেই এবার বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। এবার বরানগর কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করতে চলেছে সজল ঘোষ। তিনি কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলে জানা যায়।

Advertisements

তবে আগামী ৭ ই মে ও ১ লা জুন উপনির্বাচন হবে বলে জানায় নির্বাচন কমিশন। তাপস রায়ের ইস্তফায় খালি হয় বরাহনগর আসনটি। এর পর বিজেপিতে যোগদান করেন তিনি। বিজেপিতে যোগদান করেই উত্তর কলকাতা থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন তাপসবাবু। যদিও তার আগে ওই কেন্দ্রে প্রার্থী হিসাবে সজল ঘোষের নাম প্রায় ঠিক ছিল। কিন্তু তাপসবাবুর আগমনে সজল বাবুর জায়গাটা হাতছাড়া হয়ে যায়। তাতে মোটেও ক্ষোভ প্রকাশ করেননি সজল। বরং তাপসবাবুকে দু’হাত খুলে স্বাগত জানিয়েছেন তিনি। এবার সেই সজলকেই প্রত্যাশিভাবে বরাহনগরে প্রার্থী করল বিজেপি।

Advertisements

অপরপক্ষে বিধায়ক তথা আইনজীবী ইদ্রিশ আলির মৃত্যুতে খালি হয় মুর্শিদাবাদের ভগবানগোলা আসনটি। ইদ্রিশের অকাল প্রয়াণে মুর্শিদাবাদের শূন্য আসন পূরণ করতেই বিজেপি প্রার্থী করেছে ভাস্কর সরকারকে। এখন দেখার বিষয় শুধুমাত্র লোকসভা নির্বাচনের সাথে বিধানসভা উপনির্বাচনের ফলাফল।