Coal Scam: কয়লা পাচার মামলায় সিবিআই জেরার মুখে মুখ্যমন্ত্রী পরিবারের বধূ রুজিরা

Abhisekh banerjee wife Rujira banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গেলেন সে রাজ্যের চারটি কেন্দ্রের উপনির্বাচনে দনের হয়ে প্রচারে। তাঁকে তৃণমূল কংগ্রেস যখন আহরতলা বিমানবন্দরে বরণ করছে ঠিক তখনই সিবিআই জেরার মুখে রজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার মামলায় মুখ্যমন্ত্রী পরিবারের বধূকে জেরা করছে সিবিআই।

Advertisements

রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে শান্তিনিকেতনে গেছে সিবিআই দল। সূত্রের খবর, কয়লা পাচার মামলায় একাধিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। এর আগে ২০২১ সালের ফেবুয়ারি মাসে এই মামলায় একদফা অভিষেক পত্নীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কিন্তু রুজিরার বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলার কারণেই ফের জেরা। এবার মূলত বিদেশি ব্যাঙ্কের অ্যাকাউন্ট সম্পর্কে একাধিক তথ্য জানতেই উজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর।

   

সম্প্রতি রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিক নোটিশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার উদ্দেশে রওনা হওয়ার পরই শান্তিনিকেতনে থাকা রুজিরাকে জেরা করতে তাঁর বাড়িতে উপস্থিত সিবিআই। এই মামলায় ১৩০০ কোটি টাকা আর্থিক লেনদেনের হদিশ পেতেই তলব করা হয়েছিল রুজিরাকে।

কয়লা পাচার মামলায় অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি’র নয়াদিল্লির সদর দফতরে হাজির হওয়ার জন্য বারবার নোটিস দেওয়া হয়। তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। কিন্তু বারবার কোভিডের কারণে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। যদিও দুই বার দিল্লিতে গিয়ে ইডির সদর দফতরে হাজিরা দেন অভিষেক। পরে তাঁরা কলকাতায় জেরা করার আবেদন করেন।

অভিযোগ, এই কয়লা পাচারের লাভের বিরাট অংশ হাওয়ালা মারফত বিদেশের অ্যাকাউন্টে চলে গেছে। সেই তথ্য পেয়েছে সিবিআই । এবিষয়ে এদিনেও হবে জিজ্ঞাসাবাদ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements