
বিমানবন্দরে আটকানো হল অভিষেক-পত্নী রুজিরাকে।বিমানবন্দরে আটকানো হল (Rujira Banerjee) রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। দুবাই যাওয়ার পথে রুজিরাকে আটকানো হল বিমানবন্দরে।
সোমবার সকাল ৭ নাগাদ বিমানবন্দরে পৌঁছান রুজিরা। তার পর আটকালো হয়। রুজিরার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। জেরার মুখে পড়েছিলেন তিনি। থাইল্যান্ডের নাগরিক ও ভারতীয় বংশজাত রুজিরা বিবাহসূত্রে তৃ়ণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী।
কলকাতা বিমান বন্দরের ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালে রুজিরাকে আটকে দেন অভিবাসন কর্মীরা। বলা হয় তিনি বিদেশে যেতে পারবেন না।
সূত্রের খবর, ইডির একটি মামলায় তাঁর নামে লুক আউট সার্কুলার নোটিশ রয়েছে, তাই তিনি বিদেশ যেতে পারবেন না।
রুজিরা সব জেনেও নোটিশ উপেক্ষা করে কেন সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই শহরে যাচ্ছিলেন তা নিয়ে চাঞ্চল্য।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










