টানা ১১ দিনের কর্মসূচি নিয়ে আজই বঙ্গে আসছেন সঙ্ঘপ্রধান, নজর কি ওপারেও?

কলকাতা: এত দীর্ঘ সফর এক কথায় বেনজির! টানা ১১ দিনের কর্মসূচি নিয়ে আজ, বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। জানা গিয়েছে,…

Mohan Bhagwat US tariffs

কলকাতা: এত দীর্ঘ সফর এক কথায় বেনজির! টানা ১১ দিনের কর্মসূচি নিয়ে আজ, বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি বর্ধমানেও একগুচ্ছ কর্মসূচিতে রয়েছে সরসঙ্ঘচালকের৷ তারই ফাঁকে দু’দিন সময় বার করা হয়েছে৷ এই দু’দিন সঙ্ঘের সর্বোচ্চ কমিটি (অখিল ভারতীয় টোলি)-র বৈঠক করবেন তিনি৷ কলকাতাতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে৷

Advertisements

ঘটনাচক্রে যখন সঙ্ঘ প্রধান বঙ্গ সফরে আসছেন, তখন উত্তপ্ত পশ্চিববঙ্গ লাগোয়া পড়শি দেশ বাংলাদেশে৷ শেখ হাসিনা জমানায় ইতি পড়ার পর থেকেই ওপার বাংলায় বেড়ে চলেছে সংখ্যালঘুদের উপর অত্যাচার৷ এই ঘটনা এপার বাংলায় সঙ্ঘের পালে হাওয়া জুগিয়েছে বলেই আরএসএসের একাংশের ধারণা। এই পরিস্থিতিতে ভাগবতের দীর্ঘ বাংলা সফর নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ 

Advertisements

আজ, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতায় আসছেন সরসঙ্ঘচালক। ফিরবেন ১৭ ফেব্রুয়ারি। আগামীকাল, অর্থাৎ শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে পরপর কর্মসূচি শুরু হবে তাঁর। এর মধ্যে রয়েছে প্রাদেশিক কর্মসমিতির সঙ্গে বৈঠক, প্রবীণ স্বয়ংসেবক ও প্রচারকদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা এবং বিভাগ প্রচারকদের (কয়েকটি জেলা মিলে একটি বিভাগ) সঙ্গে বৈঠক। পরে বর্ধমানেও যাবেন তিনি৷ সেখানেই একাধিক কর্মসূচির রয়েছে সঙ্ঘ প্রধানের৷ 

পশ্চিমবাংলায় ভাগবতের এই দীর্ঘ সফরের সঙ্গে ওপার বাংলার পরিস্থিতির কোনও সম্পর্ক রয়েছে কি? এর জবাবে প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব বলেন,  ‘‘সরসঙ্ঘচালক এবং সরকার্যবাহের যাবতীয় কর্মসূচি বছরের শুরুতেই ঠিক হয়ে যায়। কোথাও কোনও বিশেষ পরিস্থিতি তৈরি হওয়ার উপর এই সব সফর নির্ভর করে না।’’