HomeWest BengalKolkata CityLoksabah election 2024: শ্রীরামপুরের প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো অডিও ক্লিপ বানিয়ে গ্রেফতার প্রাক্তন...

Loksabah election 2024: শ্রীরামপুরের প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো অডিও ক্লিপ বানিয়ে গ্রেফতার প্রাক্তন মেজর

- Advertisement -

নিজের দলের প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো অডিও ক্লিপ বানিয়েই গ্রেফতার হলেন সেনাবাহিনীর প্রাক্তন মেজর! ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির রাজ্য কমিটির সদস্য ঋত্বিক পাল ভারতীয় সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে সোমবার রাত ১টা নাগাদ সাইবার থানার পুলিশ হিন্দমোটরের বাড়ি থেকে ঋত্বিককে গ্রেফতার করেছে এবং তাঁর দু’টি ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিন্তু ঠিক কী অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ, জানা গিয়েছে তাঁর বিরুদ্ধে ভুয়ো অডিও ক্লিপ ভাইরাল করার অভিযোগ রয়েছে। এই দুটি অভিযোগ করেছেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী কবীর শঙ্কর ।

প্রসঙ্গত কিছুদিন আগে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, একটিতে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুর কথোপকথন ছিল বলে দাবি করা হয়েছিল। আর একটি অডিয়োয় কবীর টাকা দিয়ে বিজেপির টিকিট কিনেছেন, এমন দাবি ছিল। পুলিশের প্রাথমিক অনুমান এই দুটি অডিও ক্লিপ ভাইরাল করার পিছনে হাত রয়েছে ঋত্বিক পালের।

   

তবে এই ঘটনার জন্য বিজেপি প্রার্থী দায়ী করেছে সিপিএমকে। শুধু তাই নয়, বিজেপি প্রার্থীর বক্তব্য ভোটের মুখে দলের একজন কর্মী গ্রেফতার হওয়া মোটেও ভাল বিষয় নয়। জানা গিয়েছে এর আগেও জানুয়ারী মাসে একবার গ্রেফতার হয়েছিলেন ঋত্বিক। সেইবার পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে গ্রেফতার হয়েছিলেন তিনি। এইবার ভুয়ো অডিও ক্লিপ ভাইরাল হওয়ার ঘটনায় আটক হলেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular