Jamie Maclaren: সুপার জায়ান্টকে ফলো করছে GOAT ফুটবলার

ভারতীয় ফুটবলে প্রতিনিয়ত বাড়ছে দল বদলের জল্পনা। মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan SG) কেন্দ্র করেও জল্পনা রয়েছে। নতুন মরসুমে সবুজ মেরুন ব্রিগেড কোন কোন ফুটবলারকে…

GOAT Footballer Jamie Maclaren Becomes Follower

ভারতীয় ফুটবলে প্রতিনিয়ত বাড়ছে দল বদলের জল্পনা। মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan SG) কেন্দ্র করেও জল্পনা রয়েছে। নতুন মরসুমে সবুজ মেরুন ব্রিগেড কোন কোন ফুটবলারকে সই করাবে সে ব্যাপারে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে। এরই মধ্যে পাওয়া গিয়েছে জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren ) এ-লিগকে বিদায় জানানোর খবর।

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, জেমি ম্যাকলারেনকে দলে নেওয়ার ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্ট আগ্রহী। দুই পক্ষের মধ্যে কথা হয়ে থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে। পেশাদারিত্বের ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্ট ভারতের ফুটবল ক্লাবগুলোর মধ্যে অন্যতম সেরা। জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুদের দলে নেওয়ার সময়েও চূড়ান্ত পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করা হয়েছিল।

   

Jamie Maclaren Becomes Follower

জেমি ম্যাকলারেন ভারতীয় ফুটবলে যোগ দিতে পারেন বলে গুঞ্জন। আসবেন কি মোহনবাগানে? সোশ্যাল মিডিয়ায় তিনি ফলো করছেন লখনউ সুপার জায়ান্টকে। লখনউ সুপার জায়ান্ট সঞ্জীব গোয়েঙ্কার দল। মোহনবাগান সুপার জায়ান্টেরও কর্নধার তিনি। এই যোগসূত্র কি নেহাত কাকতালীয়? ম্যাকলারেন নতুন ক্লাবে যোগ না দেওয়া পর্যন্ত এই প্রশ্ন থাকবে।

২০১৯ সালের জানুয়ারিতে জার্মান ক্লাব এসভি ডার্মস্টাড ৯৮ থেকে সিটিতে যোগ দেওয়ার পর ম্যাকলারেন ক্লাবটিতে তার সাড়ে পাঁচ বছরের মেয়াদে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। সিটির পক্ষ থেকে নিশ্চিত করেছে তাঁর বিদায় সংবাদ। এরপরেই শুরু হয়েছে জল্পনা। আগামী দিনে কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি। সিটিতে থাকাকালীন ম্যাকলারেন ১৬৩ ম্যাচে ১১৫ গোল করেছেন। এই সময়কালের মধ্যে ক্লাবটিকে তিনটি প্রিমিয়ারশিপ এবং একটি চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করেছেন ম্যাকলারেন।

ম্যাকলারেন একমাত্র খেলোয়াড় যিনি এ-লিগের ইতিহাসে কোনও একটি ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করেছেন। ম্যাকলারেন টুর্নামেন্টে টানা চারটি গোল্ডেন বুট জিতেছেন। এ-লিগের সর্বকালের সেরা গোলদাতা হিসাবে অস্ট্রেলিয়ান ফুটবল ইতিহাসে নিজের জায়গা পাকা করেছেন।