HomeWest BengalKolkata Cityসুপ্রিম নির্দেশকে ‘চ্যালেঞ্জ’ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় ভবিষ্যৎ ডাক্তাররা

সুপ্রিম নির্দেশকে ‘চ্যালেঞ্জ’ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় ভবিষ্যৎ ডাক্তাররা

- Advertisement -

আরজি কর কাণ্ডে (RG Kar Case) একমাস পেরিয়েছে। ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও আসল অপরাধী চিহ্নিত করা যায়নি। হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সিভিক ভলিন্টিয়ার সঞ্জয় রায় সহ আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু জুনিয়ার ডাক্তাররা এই তদন্ত প্রক্রিয়ায় ‘কার্যত’ অখুশি। যে কারণে আজ স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে নেমেছে তারা। 

সোমবার শুনানিতে আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে চিকিৎসকদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কিন্তু চাপের পালটা চাপ বাড়িয়ে আজ স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে যোগ দিয়েছেন ডাক্তাররা। বসেছেন ধর্নায়।

   

চিকিৎসকরা পাঁচ দফা দাবি নিয়ে অভিযানে সামিল হয়েছেন। রাস্তায় বসে ধর্না চালিয়ে যাচ্ছেন। আবার স্বাস্থ্য ভবন ঘেরাও করে অবস্থানে বসেছেন। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আপাতত এই আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। 

এদিকে বিকেল পাঁচটা বেজে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা। শান্তিপূর্ণভাবে অবস্থান চালানো হবে বলে জানিয়েছেন। চাহিদা একটাই, “জাস্টিস ফর আরজি কর” ও “উই ওয়ান্ট জাস্টিস”। 

উল্লেখ্য, আজ চিকিৎসকরা তাদের পাঁচটি দাবিতে অনড়। সেগুলি হল – ১. দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ২. স্বাস্থ্যসচিব-স্বাস্থ্য অর্ধিকর্তা ও স্বাস্থ্য-শিক্ষা অর্ধিকর্তার পদত্যাগ, ৩. সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, ৪. স্বাস্থ্যকর্মীদের সঠিক নিরাপত্তা, এবং ৫. ‘থ্রেট কালচার’-বন্ধ করতে হবে।

আরজি কর কাণ্ডে (RG Kar Case) আন্দোলনকারীরা জানায়, “স্বাস্থ্যদপ্তরে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে, তা অবিলম্বে ভাঙতেই হবে।” তাঁদের দাবি যদি মানা না হলে লালবাজার অভিযানের মতো স্বাস্থ্যভবনের সামনেই বসে পরবেন বলে হুমকি দিয়েছিলেন। হলও তাই।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular