Recruitment corruption: শান্তিপ্রসাদের বাড়িতে মিলল দেড় কেজি সোনা, উদ্ধার ৫০ লক্ষ টাকা

Recruitment corruption: SSC Scam তদন্তে ফের উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও সোনা৷ নিয়োগ দুর্নীতিতে জেলে থাকা শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে এবার উদ্ধার হলো দেড় কেজি সোনা ও ৫০ লক্ষ টাকা৷

তদন্তে উঠে আসছে বেনামে সন্তোষপুরে ফ্ল্যাট কিনেছেন তিনি। তদন্তে উঠে আসছে বেনামে সন্তোষপুরে ফ্ল্যাট কিনেছেন তিনি। সেই ফ্ল্যাটে মিলেছে উদ্ধার হয়েছে ১,৫০০ অযোগ্য চাকরিপ্রার্থীর একটি তালিকা।

   

বুধবার সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, শান্তিপ্রসাদ সিনহার সন্তোষপুর সার্ভে পার্ক এলাকায় একটি বেনামি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। SSC-র উপদেষ্টা কমিটির আহ্বায়ক ছিলেন শান্তিপ্রসাদ সিনহা। অভিযোগ তিনি ভুয়ো নিয়োগে জড়িত। একই মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন।

গত বছর শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তে উঠে এসেছে কোন অযোগ্য প্রার্থী চাকরি পাবে তা চূড়ান্ত করতেন তিনি। তারই বেনামি ফ্ল্যাটে তল্লাশি করে পাওয়া গেল বিপুল সম্পত্তি।

উদ্ধার করা সোনার বাজার মূল্য কমপক্ষে ৭০ লক্ষ টাকা। কী করে সোনা জমালেন শান্তিপ্রসাদ? সেই সূত্রের সন্ধান চলছে।

নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যে প্রথম টাকার পাহাড় উদ্ধার হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। এবার পার্থর ঘনিষ্ঠ শান্তিপ্রসাদের ফ্ল্যাটে সোনার চমক।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন