HomeWest BengalKolkata CityElection Commission: চার ঘন্টায় রেকর্ড অভিযোগ কমিশনে, এক ক্লিকেই জেনে নিন তথ্য

Election Commission: চার ঘন্টায় রেকর্ড অভিযোগ কমিশনে, এক ক্লিকেই জেনে নিন তথ্য

- Advertisement -

চতুর্থ দফায় ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সারা বাংলা জুড়ে। তবুও নির্বাচন কমিশন যেন অভিযোগের পাহাড়ে পরিণত হয়েছে মাত্র চার ঘন্টায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ১০৮৮ টি অভিযোগ জমা পড়েছে। যা মোট ভোট পর্বের আপাতত সর্বোচ্চ বলে জানা গিয়েছে। প্রসঙ্গত আজ সারা বাংলার ৮টি কেন্দ্রে নির্বাচন চলছে। সারা দেশে ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। কিন্তু আজ সকাল থেকেই বাংলার বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ৯৬টি লোকসভা কেন্দ্রে মোট ১৭কোটি ৭০ লক্ষ ভোটার (৮ কোটি ৯৭ লক্ষ পুরুষ এবং ৮ কোটি ৭৩ লক্ষ মহিলা) প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। চতুর্থ দফায় দেশে মোট ১ কোটি ৯২ লক্ষ ভোটকেন্দ্র করেছে নির্বাচন কমিশন। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটের দায়িত্বে থাকছেন ১৯ লক্ষেরও বেশি আধিকারিক এবং ভোটকর্মী।

   

সকাল ৭টায় ভোট শুরু হওয়ার পর প্রথম দু’ঘণ্টায় আট কেন্দ্রে সামগ্রিক ভাবে ১৫.২৪ শতাংশ ভোট পড়েছে। তবে এর পাশাপাশি অভিযোগের ঘটনা আসতে শুরু করে। যেমন মন্তেশ্বরে বিজেপি কর্মীকে রক্তাক্ত করার অভিযোগ। বিজেপির ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা সমানে এসেছে। আবার চাপরা থানার হাতিশালা গ্রাম পঞ্চায়েতের ভোট দিতে গেলে ভোটারদের বাধা শাসকদলের বিরুদ্ধে। এক সিপিএম কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নানুর বিধানসভার আট গ্রাম প্রাইমারি বিদ্যালয় ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular