HomeEntertainmentরাজন্যা-প্রান্তিকের সিনেমা রিলিজ আপাতত হচ্ছে না

রাজন্যা-প্রান্তিকের সিনেমা রিলিজ আপাতত হচ্ছে না

- Advertisement -

আরজি কর কাণ্ড নিয়ে নিয়ে শর্ট ফিল্ম তৈরি করা ঘিরে বিতর্ক শুরু হয়েছিল গত কয়েকদিন ধরেই৷ শুক্রবারই প্রকাশ্যে আসে সেই ছবির পোস্টার। ছবির নাম আগমনী, তিলোত্তমার গল্প৷ সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই সমালোচনার মুখে পড়েন ছবির অভিনেত্রী ও তৃণমূল যুবনেত্রী রাজন্যা হালদার (Rajanya Halder)৷ এরপরই তৃণমূল ছাত্র পরিষদ থেকে রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে সাসপেন্ড করা হয় । আপাতত রাজন্যা-প্রান্তিকের সিনেমা রিলিজ হচ্ছে না বলেই সূত্রের খবর৷

এই সিনেমাকে ঘিরে কয়েকদিন আগেই রাজন্য এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মহালয়ার দিনই এই স্বল্প দৈর্ঘের ছবি মুক্তি পাবে৷ কিন্তু এরপর আজ জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই মুহূর্তে ছবি মুক্তি পাবে না৷ তবে সকলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিনেমাটির মুক্তি স্থগিত রাখা হচ্ছে৷
‘আগমনী: তিলোত্তমাদের গল্প’। ছবির যে পোস্টার সমাজমাধ্যমে কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে৷ রাজন্যাদের স্বল্পদৈর্ঘ্যের ছবির বিষয়টি সোমবার সুপ্রিম কোর্টের আরজি কর মামলার শুনানিতেও ওঠে। নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে ছবিটি বন্ধ করার নির্দেশ চেয়ে আবেদন করেন। শাসকদলের কথায়, সৃষ্টির স্বাধীনতা সবার রয়েছে। তবে, আর জি করের ধর্ষণ ও খুনের মতো একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে প্রচার কাম্য নয়। দল এটা কখনই সমর্থন করে না। অনুমোদনও করে না।

   

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular