Rainfall: ৫ জেলায় চলবে শিলাবৃষ্টি সহ কালবৈশাখীর তাণ্ডব, হলুদ সতর্কতা জারি

রাতারাতি বৃষ্টি (Rainfall)-তে অনেকটাই স্বস্তি ফিরল রাজ্যের মানুষের মধ্যে। বুধবার গভীর রাতে হওয়া বৃষ্টিতে ঝপ করে অনেকটাই কমল কলকাতার তাপমাত্রা। ২২-২৩ ডিগ্রি সেলসিয়াস গরম থেকে…

রাতারাতি বৃষ্টি (Rainfall)-তে অনেকটাই স্বস্তি ফিরল রাজ্যের মানুষের মধ্যে। বুধবার গভীর রাতে হওয়া বৃষ্টিতে ঝপ করে অনেকটাই কমল কলকাতার তাপমাত্রা। ২২-২৩ ডিগ্রি সেলসিয়াস গরম থেকে এবার আচমকা কলকাতার পারদ ছুঁলো ১৮.৯ ডিগ্রিতে। আজ বুধবার সকাল থেকে বৃষ্টিভেজা রাস্তা দেখে সকলেরই মন ভালো হয়ে গেছে।

Advertisements

তবে আজ কি দিনভর আরও বৃষ্টি হবে নাকি মেঘ কেটে যাবে? এই বিষয়ে বড় পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ মার্চ অবধি বাংলার আবহাওয়া এমনটাই থাকবে। ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি ঘূর্ণাবর্তের উপস্থিতির কারণে বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্রতা সহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

Advertisements

এদিকে আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের আবহাওয়া তোলপাড় হবে। আজ দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা ও পশ্চিম বর্ধমানের মত জেলাগুলিতে কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে। ব্যাপক হারে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে জায়গায় জায়গায়।