
দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিট থেকে রেল অবরোধ স্থানীয় বাসিন্দার একাংশের। আন্ডারপাস তৈরির দাবিতে স্থানীয় বাসিন্দাদারা রেল অবরোধের কর্মসূচি গ্রহণ করে। এর ফলে বনগাঁ শাখার আপ এবং ডাউন ট্রেন চলাচলে বাঁধার সৃষ্টি হয়। অবরোধ প্রায় এক ঘন্টা ধরে চলেছে।
স্থানীয়দের অভিযোগ, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে একটি লেভেল ক্রসিংয়ে দীর্ঘদিন ধরে আন্ডারপাস তৈরির দাবি উঠেছে। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ না গ্রহন করায় স্থানীয়রা প্রতিবাদস্বরূপ রেল অবরোধ করেন। এছাড়া তারা ফ্রুট ওভার ব্রিজ তৈরির দাবি জানালেও এখনও পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।
সকাল ১১টা ১০ মিনিটে অবরোধ শুরু হয়, এবং ১২টা ৫০ মিনিটে রেল কর্তৃপক্ষের আশ্বাসে তুলে দেওয়া হয়।
এই অবরোধের কারণে বনগাঁ শাখার একাধিক ট্রেন দাঁড়িয়ে যায়, ফলে ১২টি ট্রেন স্ট্রেশনে দেরি করে পৌঁছেছে । এছাড়া যাত্রীরা দীর্ঘক্ষণ ট্রেনে আটকে থাকার পর অনেকেই ক্ষীপ্ত হয়ে ট্রেন থেকে নেমে রেল লাইনের উপর হাঁটতে শুরু করেন। এবং কেউ কেউ বাস বা অটো করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
রেল কর্তৃপক্ষ সুত্রে খবর, অবরোধের কারণে পরিষেবা ব্যাহত হলেও কোনো ট্রেন বাতিল করা হয়নি। ট্রেনের সময়সূচিতে দেরি হলেও, পরে পরিষেবা পুনরায় স্বাভাবিক করা হয়েছে।
যাত্রীরা জানিয়েছে, প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য তারা স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আচমকা অবরোধের কারণে তাদের সময় এবং শক্তির অপচয় হয়। কিছুদিন আগেও, সিগন্যাল পয়েন্টের ত্রুটির কারণে ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়েছিল, এবং ২৪ ঘন্টার মধ্যে আবার এমন সমস্যার মুখোমুখি হতে হলো যাত্রীদের।
এই পরিস্থিতি মোকাবিলায় রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও, যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত আন্ডারপাস এবং ফ্রুট ওভার ব্রিজ তৈরির দাবি জানিয়ে একযোগে প্রতিবাদ জানাচ্ছেন।










