Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata CityVisva-Bharati University: অধ্যাপকের সঙ্গে রাত্রিবাস না করলে ফেল করিয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য...

Visva-Bharati University: অধ্যাপকের সঙ্গে রাত্রিবাস না করলে ফেল করিয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বিশ্বভারতীতে

যাদবপুরের পর এবার বিশ্বভারতীর উর্দু, আরবি, পারসিক ও ইসলামিক বিভাগের অতিথি অধ্যাপক আবদুল্লা মোল্লার বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করে ৩ ছাত্রী। তাঁরা জানান ,শারীরিক ও মানসিক নিগ্রহ ছাড়াও হোয়াটসঅ্যাপে তাঁদের কুপ্রস্তাব দিয়েছেন অধ্যাপক আবদুল্লা মোল্লা।

   
Advertisements

ছাত্রীদের অভিযোগ করে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের শারীরিক ও মানসিক হেনস্থা করেন তিনি। ছাত্রীদের অশালীনভাবে স্পর্শও করেন । তাঁর সঙ্গে রাত্রিযাপন না করলে গোটা জীবন কষ্ট পেতে হবে বলে হুমকি দেন। গভীর রাতে ছাত্রীদের অশালীন মেসেজ করেন তিনি। মেসেজের জবাব না দিলে ফেল করানোর হুমকি দেন।

Advertisements

এই ঘটনার পরেই শুক্রবার বিশ্বভারতীর ইন্টারন্যশনাল কমপ্লেইন কমিটির কাছে অভিযোগ করেন ঐ ৩ ছাত্রী। তারপর শনিবার শান্তিনিকেতন থানায় অভিযোগ করেন তাঁরা অভিযোগপত্রে এক ছাত্রী তুলে ধরেন, গত ২৯ জানুয়ারি তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন ওই অধ্যাপক সাথে কুইঙ্গিত দেন। তার পরে জানা যায় তার মতো একই ঘটনা ঘটেছে তার দুই সহপাঠীর মধ্যে।

থানা অভিযোগ গ্রহণ করলেও ঐ অধ্যাপকের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেননি পুলিশ। এব্যাপারে এখনও বিশ্বভারতী কর্তৃপক্ষ মুখ খোলেনি। তবে অভিযুক্ত অধ্যাপক জানিয়েছেন, ‘আমি কোনও ছাত্রীকে কোনও খারাপ মেসেজ করিনি। কারা এই অভিযোগ করেছে জানি না। আমি এত বছর ধরে বিশ্বভারতীতে পড়াচ্ছি। আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি।’ এখন শুধুমাত্র সঠিক বিচারের অপেক্ষায় সেই ছাত্রীরা।

Latest News