Adhir Chowdhury: দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে তৃণমূল: অধীর

দলবদলের মরশুমেও কংগ্রেসের মাটি আঁকড়ে দাঁতে দাঁত চেপে লড়াই করছেন অধীররঞ্জন ঘোষ। আসন্ন লোকসভা নির্বাচনেও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অধীর। বেশ কয়েক…

Adhir Ranjan Chowdhury

দলবদলের মরশুমেও কংগ্রেসের মাটি আঁকড়ে দাঁতে দাঁত চেপে লড়াই করছেন অধীররঞ্জন ঘোষ। আসন্ন লোকসভা নির্বাচনেও বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন অধীর। বেশ কয়েক বছর ধরেই বহরমপুর থেকে লোকসভা ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছেন অধীরবঞ্জন ঘোষ (Adhir Chowdhury)।

এবারো লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেসের জোট। আগামীকাল কংগ্রেসের হয়ে প্রচারে বের হবেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বিমান বসু ৮৩ বছরের তরুণ। তিনি মধ্যেই তিনি লোকসভা ভোটের মুখে সভা শুরু করে দিয়েছেন। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যের হয়ে প্রচার করতে দেখা যাবে বিমান বসুকে। কংগ্রেস নিজের ফল ভাল করতে মরিয়া। বহরমপুরে অধীররঞ্জন ঘোষের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে ক্রিকেটার ইউসুফ পাঠানকে।

তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন বহরমপুরের প্রার্থী। অধীর বলেন, ‘তৃণমূল দলের যারা নেতা, সে শহরে হোক আর গ্রামে, তৃণমূলের নেতা হতে গেলে কর্মীদের কথা বলছি না, তৃণমূলের কর্মীরা যেমন ছিল তেমনই আছে। কিন্তু তৃণমূলের যারা নেতা হয়েছে সেই নেতা হতে গেলে পার্টিকে ঘুষ দিতে হবে। ঘুষ দিতে হয় চুরি করে দুর্নীতি করে জোচ্চুরি করে, দুর্নীতি তৃণমূল একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। দুর্নীতি হল তৃণমূলের শিল্প। সেই শিল্পে যারা জড়িত তাদেরকে দুর্নীতি করতেই হবে।’

অন্যদিকে ইউসুফ পাঠান ভোটের প্রচারে নেমে বিশ্বকাপের ছবি ব্যবহার করার ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে বিরোধীরা। একদিকে বিশ্বকাপজয়ী ক্রিকেটার অন্যদিকে কংগ্রেসের লড়াকু সৈনিক অধীররঞ্জন ঘোষ কে জয়ী হয়ে সাংসদ হবেন? বহরমপুরের মানুষেরা ভোটবাক্সে কাকে বেছে নেবেন সেটাই এখন দেখার।