বিএলও দায়িত্ব এড়ানো যাবে না প্রাথমিক শিক্ষকদের, স্পষ্ট বার্তা হাইকোর্টের

caa-applications-from-bengal-to-be-approved-by-centre-in-10-days
caa-applications-from-bengal-to-be-approved-by-centre-in-10-days

বুথ স্তরের আধিকারীক (BLO) হিসেবে কাজ করার বিষয়ে সম্প্রতি আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন প্রাথমিক শিক্ষকদের (Primary Teachers) একাংশ। সোমবার আদালতে এই মামলার শুনানি ছিল। এ বিষয়ে উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্টভাবে জানান, দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের এই কাজ করতেই হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশে কোনও রকম হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত।

বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানান, ভোটের দায়িত্ব সরকারি কর্মীদের চাকরির শর্তের মধ্যেই পড়ে। তিনি জানান, নির্বাচন কমিশন এখনও পর্যন্ত বিএলও-দের কাজের ধরন বা সময়সীমা ঘোষণা করেনি। অথচ মামলাকারীরা ধরে নিচ্ছেন তাঁদের পূর্ণকালীন কাজে লাগানো হবে। আগে কমিশনের নির্দেশিকা প্রকাশিত হোক, তারপর আপত্তি জানান।

   

বিচারপতি সিনহা বলেন, “দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের এই কাজ করতেই হবে। নিজ নিজ কর্মক্ষেত্রের কাজ শেষ করে অতিরিক্ত সময়ে করতে হবে ভোটের কাজ। এ ব্যাপারে কমিশনের নির্দেশে কোনও রকম হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট।”

উল্লেখ্য, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হওয়ায় সারা দেশেই একই প্রক্রিয়ার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। এরই মধ্যে বিএলও-দের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই আবহেই কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ, তবে আদালত তাঁদের আবেদন নাকচ করে দিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন