প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ৬ বছর পর মামলা, প্রশ্ন তুলল রাজ্য

high-court

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে বিরোধী দল বিজেপি। ২০১৪ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কেন এবছর মামলা দায়ের করা হল? প্রশ্ন তুলেছেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখ্যোপাধ্যায়।

রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন ২০১৪ সালে পরীক্ষা হয়েছিল। ২০১৬ সালের সেপ্টেম্বরে ফলপ্রকাশ হয়েছিল। অথচ চলতি মে মাসে মামলা দায়ের করা হয়েছে। যিনি মামলা করেছেন তিনি চাকরিপ্রার্থী নন, শিক্ষক নন। তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই। এই মামলার পিছনে কী উদ্দেশ্য রয়েছে?

   

উল্লেখ্য, ২০১৪ সালের টেট নিয়োগে দুর্নীতি হয়। তাই সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা মানস ঘোষ। একাধিক মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে ছিল ২০১৪ সালের টেট পরীক্ষার প্রশ্ন পত্র ভূল নিয়ে। পরে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশে ভুল প্রশ্নের উত্তরে পূর্ণ নম্বর দেওয়ার কথা জানানো হয়েছিল।

মঙ্গলবার আদালতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে চলে মামলার শুনানি। তাঁর নির্দেশ, সাত দিনের মধ্যে হলফনামা আকারে দিতে হবে। এই জনস্বার্থ মামলায় সামান্য ত্রুটি রয়েছে। মামলাকারীকেও তা সংশোধন করতে হবে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন