Valentine’s Day: জয় শ্রী রাম লিখে প্রেমে তালিবানি ফতোয়া দিল হিন্দুত্ববাদী সংগঠন

Victoria

বাংলায় লেখা পোস্টার। তাতে লেখা ‘জয় শ্রী রাম’ স্লোগান। এই স্লোগান দিয়েই ভ্যালেন্টাইন্স দিনে (Valentine’s Day).ভালোবাসা রুখতে ফতোয়া দিল হিন্দুত্ববাদী সংগঠন। পোস্টারে ‘বজরং দল’-এর তরফে হুমকি দেওয়া হয়েছে।

এমন পোস্টার সামাজিক মাধ্যমে ভাইরাল। এ ছাড়া কলকাতাসহ বিভিন্ন জেলায় পার্ক ও রেস্তোরাঁর আশেপাশে দেখা গেছে। সামাজিক মাধ্যমেই চলছে তালিবানি কায়দায় প্রেম নিষিদ্ধ করার পক্ষে ও বিপক্ষে মন্তব্য ঝড়।

   

Jai Shri Ram

 

বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের নাম লেখা পোস্টারে দাবি করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টেইন্স ডে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। তাই এ দিনে খোলা জায়গায় দৃষ্টিকটু অবস্থায় কোনো যুগলকে দেখা গেলে তাদের বিয়ে দেওয়া হবে। পোস্টারে বলা হয়েছে লাভ জিহাদ ও ব্যাভিচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

পোস্টার ভাইরাল হওয়ায় সামাজিক মাধ্যমে অনেকে বলছেন সঠিক পদক্ষেপ। তাদের কটাক্ষ করে রাধা-কৃষ্ণের প্রকাশ্যে প্রেম দৃশ্য দিয়ে প্রতিবাদ চলেছে।

Valentine's Day: জয় শ্রী রাম লিখে প্রেমে তালিবানি ফতোয়া দিল হিন্দুত্ববাদী সংগঠন

উল্লেখ্য, দেশের হিন্দিভাষী রাজ্যগুলিতে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের সময় এরকমই পোস্টারের পাশাপাশি কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন সরাসরি প্রেমিক-প্রেমিকা ধরার অভিযানে সামিল হয়। তাদেরই উদ্যোগে ওই যুগলকে বিয়ে দেওয়া হয়। প্রতি বছর এমন ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গে কয়েকটি ক্ষেত্রে এমন হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন