HomeWest BengalKolkata CityHowrah Post violence:ভোট আবহে আক্রান্ত বিবেকানন্দ, হাওড়ায় চাঞ্চল্য

Howrah Post violence:ভোট আবহে আক্রান্ত বিবেকানন্দ, হাওড়ায় চাঞ্চল্য

- Advertisement -

ভোটের পরেই উত্তপ্ত হয়ে উঠল হাওড়া। ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া গেল হাওড়ার শ্যামপুরে। সূত্র মারফৎ জানা গিয়েছে, এক বিজেপি বুথ এজেন্টকে ভোটের দিন থেকেই হুমকি দিচ্ছিল তৃণমূলের দুষ্কৃতীরা। সেই হুমকি এবার বাস্তবে পরিণত হল মঙ্গলবার। তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বিজেপির বুথ এজেন্ট। শুধু তাই নয় এই ঘটনায় হামলার ঘটনায় এক শিশু সহ ৫ জন আহত হয়েছে বলে খবর।

আরও জানা গিয়েছে যে, গতকাল নির্বাচনের পর বুথ সভাপতি বিবেকানন্দ পোল্যেকে বারবার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই আজ সকালে বুথ সভাপতির বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। হামলার ঘটনায় আহত এক শিশু সহ ৫। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্যামপুর থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি পারিবারিক বিবাদে রাজনীতির রং লাগানো হচ্ছে।

   

প্রসঙ্গত পঞ্চম দফা নির্বাচনের দিনই হাওড়ার বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। বোমা, গুলি চালানোর ঘটনা ঘটেছে। রক্ত ঝরেছে হাওড়ায়। হাওড়ার এক আবাসনের সামনে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে। এইবার ভোটের পরের দিনও গণ্ডগোলের খবর পাওয়া গেল। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত সেকথা স্থানীয় প্রশাসন মানতে নারাজ। এই ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। থমথমে রয়েছে এলাকা। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular