Abhishek Banerjee: মমতার ধরনা এড়িয়ে গেলেন অভিষেক

Abhishek Banerjee absent in Mamata Banerjee's dharna

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ দিনের ধরনায় গরহাজির দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধরনায় এক দিনও দেখা গেল না সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের এই অনুপস্থিতি নিয়ে ইতমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কিছু কি হয়েছে? কেন এলেন না ধরনায় তিনি? জল্পনা তুঙ্গে।

Advertisements

গত ২ দিনের ধরনায় যোগ দিতে দলের সব সাংসদকে নির্দেশ দেন মমতা। বকেয়া পাওনা আদায়ের জন্যই ছিল এই ধরনা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সব সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়। সব সাংসদ এলেও কিন্তু দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি অভিষেক দলনেত্রীর নির্দেশকে অমান্য করলেন?

এই জল্পনার মাঝে অভিষেকের টিমের অন্যতম সদস্য অদিতি গায়েনের এক্স হ্যান্ডেলের পোস্ট বাড়িয়ে দিয়েছে বিতর্ক। তিনি লেখেন, ‘যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়।’ তবে আজ রবিবার সভা মঞ্চে এসে যুবনেত্রী সায়নী ঘোষ জানিয়েছেন, অভিষেক দিল্লিতে কাজে ব্যস্ত। তাই যোগ দিতে পারেননি।

Advertisements

প্রসঙ্গত, দুর্গাপুজোর আগে বকেয়ার দাবিতে প্রথমে দিল্লিতে ও পরে কলকাতায় রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক সম্প্রতি জানান যে দলনেত্রীর নির্দেশেই তাঁকে ধরনা তুলতে হয়েছিল। এরপর আজ তাঁর অনুপস্থিতি জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

মমতার ধরনামঞ্চে অভিষেকের গরহাজির নিয়ে সিপিএম নেতা মহম্মদ সেলিম জানিয়েছেন, যখনই কর্মসূচির ঘোষণা হয়। তখনই অভিষেক বিদেশ চলে যান। এর আগেও তাই হয়েছিল। এখনও হচ্ছে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “ওদের নিজেদের ব্যাপার। কে কীভাবে কী করবে ওরাই জানে।”