Mohun Bagan: স্ক্যানারের নীচে হুগো, হামিল

ডুরান্ড কাপ জিতেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তবে সেটা যথেষ্ট নয়। এই ক্যালিবারের দলের কাছ থেকে প্রত্যাশা আরও বেশি। ইন্ডিয়ান সুপার লীগে ভালো…

Hugo Boumous-Brandon Hamil

ডুরান্ড কাপ জিতেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তবে সেটা যথেষ্ট নয়। এই ক্যালিবারের দলের কাছ থেকে প্রত্যাশা আরও বেশি। ইন্ডিয়ান সুপার লীগে ভালো কিছু করে দেখাতে পারে বাগানে বসন্তের ছোঁয়া লাগতে পারে। বসন্ত না এলেও সামনের মরসুমে বদল আসতে পারে স্কোয়াডে। বদল করা হতে পারে একাধিক বিদেশি ফুটবলার।

কলকাতায় রয়েছেন জনি কাউকো। দলের সঙ্গে করছেন অনুশীলন। তাকে ফের সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামতে দেখার সম্ভাবনা রয়েছে। জনিকে দলে নিতে দলে বিদেশি ব্রিগেডে রদবদল করতে হবে। অন্তত একজন ফুটবলারকে মোহন বাগান সুপার জায়ান্টকে বাদ দিতেই হবে। সেই একজন কে হতে পারেন সেটা হবে দেখা বিষয়।

সম্প্রতি বাগানের দুই ফুটবলারকে নিয়ে আলোচনা খুব। নেতিবাচক আলোচনা। একজন হুগো বুমৌস, অন্যজন ব্র্যান্ডন হামিল। ইন্ডিয়ান সুপার লীগের কলকাতা ডার্বিতে দলের সঙ্গে ছিলেন না হুগো। গ্যালারিতে বসে খেলা দেখেছেন তিনি। জনি আসার পর থেকে ময়দানে গুঞ্জন, কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের মন জয় করতে পারেননি হুগো বুমৌস। যতটা আশা করা হয়েছিল হুগো নাকি ততটা করে দেখাতে পারেননি।

আর একজন হলেন ব্র্যান্ডন হামিল। ধারাবাহিকভাবে সুযোগ পেলেও কঠিন পরিস্থিতির মুখে তার পারফরম্যান্স আলাদা করে বলার মতো নয়। ডিফেন্সের ভুলে গোল হজম করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। আগামী মরসুমের জন্য দল তাকে ধরে রাখতে উৎসাহী হবে নাকি সে ব্যাপারে প্রশ্ন থাকছে।