Kolkata: বড়বাজারে বিপুল কালো টাকায় রাজনৈতিক সংযোগ? কঠিন জেরায় নামল পুলিশ

বিপুল টাকা তো মিলেছে। কিন্তু টাকা কার? এটা জানতেই কলকাতা (Kolkata) পুলিশের কঠিন জেরা চলছে। ধৃতদের বক্তব্য থেকে সূত্র বের করছেন অফিসারররা। নতুন বছরে কলকাতায়…

huge black money in Kolkata Barabazar

বিপুল টাকা তো মিলেছে। কিন্তু টাকা কার? এটা জানতেই কলকাতা (Kolkata) পুলিশের কঠিন জেরা চলছে। ধৃতদের বক্তব্য থেকে সূত্র বের করছেন অফিসারররা। নতুন বছরে কলকাতায় ফের লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।ধৃত আট জন।

Advertisements

উদ্ধার হয়েছে কমপক্ষে ৫৬ লক্ষ টাকা। টাকার পরিমান আরও বাড়তে পারে।কলকাতা পুলিশ ও এসটিএফ এই বিপুল টাকা উদ্ধার করেছে। ধৃতদের কাছে এত টাকা এলো কী ভাবে সে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisements

কলকাত পুলিশ সূত্রে খবর, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে মহাত্মা গান্ধী রোডের কাছে কপিলচরণ বেহারা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২ লক্ষ টাকা। জেরায় একটি অফিসের ঠিকানা বলে কপিল। সেখান থেকে উদ্ধার করা হয় ১৬ লক্ষ টাকা। ওই অফিসের মালিক গৌরব প্রজাপতি এবং চিরাগ রমেশভাই প্রজাপতিসহ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তদন্তে ধারণা করা হচ্ছে এই টাকার সাথে রাজনৈতিক সংযোগ আছে। তবে সেটি স্পষ্ট নয়। অবাঙালি ব্যবসাদারদের মদত নিয়ে পশ্চিমবঙ্গ থেকে প্রতিবেশি ঝাড়খন্ডের অ-বিজেপি সরকার ফেলার একটি প্রচেষ্টা এর আগে ফাঁস হয়। সেই দিকটি তদন্তে গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ।