HomeWest BengalKolkata CityHasnabad blast: হাসনাবাদে বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার এক বিজেপি কর্মী

Hasnabad blast: হাসনাবাদে বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার এক বিজেপি কর্মী

- Advertisement -

শনিবার সকালে হাসনাবাদে ১১টা নাগাদ বিস্ফোরণ ঘটে। হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়ি এলাকায় এই বিস্ফোরণের শব্দে আশেপাশে কয়েকটি বাড়ি থেকে স্থানীয়রা ছুটে আসে। তৃণমূল নেতা কুণাল ঘোষের সমাজমাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছিল ওই বাড়িটি বিজেপি নেতা নিতাই দাসের ভাইয়ের। এছাড়াও স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে রান্নাঘরের একধারে একটি বোমা ফাটে। বোমার আঘাতে জখম হয়েছেন একজন।

এই ঘটনা সামনে আসার পর থেকেই শুরু হয় রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনায় বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বোমা বিস্ফোরণই হয়েছে বলে পুলিশের দাবি। ধৃত দিলীপ দাসের দাদা নিমাই দাস বিজেপি নেতা। গতকাল দিলীপের বাড়িতে বিস্ফোরণ ঘটে, গুরুতর জখম হন এক মহিলা। ধৃত বিজেপি কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু । আজ তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।

   

যদিও এই ফরেনসিক আধিকারিকরা জানিয়েছেন আপাতত ল্যাবট্যারিতে পরীক্ষা না করে কিছু বলা সম্ভব নয়। কিন্তু এক প্রতিবেশী এই ঘটনায় বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তিনি জানিয়েছেন, ” এটা একটা সামান্য একটা ঘটনা। এইরকম এই পাড়াতে আগে ঘটেনি। তবে এই ঘটনা নিয়ে সুর ছড়িয়েছে তৃণমূল। তৃণমূল নেতা সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন এই ঘটনায় কেন এনআইএ আসবে না ?

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular