Physical harassment:রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলল রাজভবনেরই এক মহিলা কর্মী। সূত্র মারফৎ জানা গিয়েছে ওই মহিলা কর্মী বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছেন।আরও জানা গিয়েছে যে উনি রাজভবনেই এক অস্থায়ী কর্মী। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এই রকম অভিযোগ তুলতেই তোলপাড় রাজ্য রাজনীতি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধেবেলা রাজভবনের কর্মী ওই মহিলা রাজভবনের অফিসার ইনচার্জের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। আরও জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই নাকি রাজ্যপাল নাকি তাঁকে কু-ইঙ্গিত করছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, আজ সন্ধেবেলা তিনি নাকি চেম্বারে ডেকে পাঠিয়ে অশালীন আচরণ করেন বলে জানা যাচ্ছে।

   

আরও খবর পাওয়া গিয়েছে যে, অভিযোগকারিণী রাজভবনের পিস রুমে কর্মরত ছিলেন । এই ঘটনার খবর পেয়ে রাজভবনে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ইতিমধ্যেই রাজভবন থেকে অভিযোগকারিণীকে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত আজ রাতেই রাজভবনে এসে থাকার কথা প্রধানমন্ত্রীর। আগামীকাল বাংলায় তাঁর তিনটি সভা আছে সেই জন্যই তিনি রাজভবনে এসে থাকার কথা।  সূত্র মারফৎ জানা যাচ্ছে, অভিযুক্ত মহিলাকে নাকি চাকরি দেওয়ার নাম করে শ্লীলতাহানি করেন। একবার নয়, দুইবার তাঁকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন