SSC: পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-এর কাছে হাজিরার নির্দেশ

এবার এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরের হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিকেল ৫:৩০ টার মধ্যে সিবিআই দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

শুধু তাই নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘কোনওভাবেই পার্থ উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না। প্রয়োজনে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার অবধি করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।’ 

   

এদিকে আদালতের এহেন নির্দেশিকায় যথেষ্ট অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন