SSC: ৪ সপ্তাহের স্বস্তি পেলেন পার্থ, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ

যত সময় এগোচ্ছে এসএসসি দুর্নীতি মামলা ততই নাটকীয় মোড় নিয়ে চলেছে। এবার এসএসসি মামলায় আরও কিছুটা স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। হাজিরার ওপর আরো চার সপ্তাহের স্থগিতাদেশ বাড়াল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

জানা গিয়েছে, আগামী ১৩ মে এই মামলার পরবর্তী শুনানি হবে। সেইসঙ্গে আরও জানানো হয়েছে, গ্রুপ সি র অনুসন্ধানও বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটি করবেন। আদালতের অনুমতি ছাড়া আপাতত কোনও পদক্ষেপ করবে না সিবিআই।

   

মঙ্গলবারই এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার ওপর অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে ডিভিশন বেঞ্চ।

সিঙ্গেল বেঞ্চ পার্থকে গতকাল বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছিল। এসএসসির গ্রুপ ডি, নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দেওয়া হয় জিজ্ঞাসাবাদের সময় কলকাতা হাইকোর্ট যদি মনে করে তাহলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতারও করতে পারে। এরপরেই গ্রেফতারির আশঙ্কায় কার্যত ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন