HomeWest BengalKolkata CityLoksabha election 2024: বড়মার মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন দিলেন পার্থ ভৌমিক

Loksabha election 2024: বড়মার মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন দিলেন পার্থ ভৌমিক

- Advertisement -

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক সোমবার সকালে মনোনয়ন জমা দিলেন। মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি গেলেন নৈহাটির বড়মার মন্দিরে। তাঁর সঙ্গে এইদিন ছিলেন নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন নৈহাটি পুরসভার কাউন্সিলর সনৎ দে, যিনি স্বাস্থ্য দপ্তরের সিআইসি। সোমবার সকালে একটি হলুদ ফাইলে বড়মার পায়ে ছুঁয়েই পুজো দিতে বসেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। তিনি প্রথম থেকেই ব্যারাকপুরে জয়ের বিষয়ে আশাবাদী। এইদিন বড়মার কাছে পুজো দিয়ে তিনি মনোনয়ন জমা দিতে গেলেন, প্রশ্ন উঠেছে তিনি কি তাহলে জয়ের পথে আরও এগিয়ে গেলেন?

প্রসঙ্গত কথিত আছে নৈহাটির বড়মায়ের কাছে কেউ কিছু প্রার্থনা করলে তা বিফলে যায় না। সেই মতো হিসেব কষলে কি পার্থের জয় প্রায় নিশ্চিত! নৈহাটির বিধায়ক থাকাকালীন এবং পরবর্তীকালে মন্ত্রী হয়ে যাওয়ার পরেও তিনি কিন্তু নিয়িমিত বড়মার কাছে আসেন এবং পুজো দেন। সোমবারও তিনি ভক্তি ভরে পুজো দিয়ে তাঁর মনোনয়ন দাখিল করতে গেলেন। আবার অন্যদিকে এইদিনই মনোনয়ন দাখিল করলেন ব্যরাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। যদিও তাঁর সঙ্গে মাঝপথে পুলিশের ঝামেলা হয়। তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে পুলিশ যেতে বারণ করে। ফলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।

   

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অন্যতম চর্চিত কেন্দ্র। এই কেন্দ্রের ফলাফল কী হতে চলছে সেই নিয়ে আগাম হিসেব কষেও ফেলেছেন অনেকে। তৃণমূলের একটি সূত্র দাবি করছে , প্রায় ত্রিশ হাজার ভোটে জয়ী হবেন অভিনেতা পার্থ ভৌমিক। কিছুদিন আগে তিনি ট্রেনে চেপে প্রচার সারেন। যদিও এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ অর্জুন সিং। তিনি দাবি করেছেন সাদা পাতায় লিখে রাখুন আমি জিতছি। কিন্তু কী হতে চলেছে এই কেন্দ্রের ফলাফল, জানা যাবে ৪জুন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular