কলকাতা: আবার সে! পার্ক স্ট্রিট গণধর্ষণ (Park Street Gangrape) মামলায় অভিযুক্ত নাসির খানের বিরুদ্ধে নতুন করে শ্লীলতাহানির (Molestation) অভিযোগে তোলপাড় কলকাতা। পুলিশ সূত্রে খবর, কলকাতার হায়াত রিজেন্সির (Hyatt Regency) প্লে বয় ক্লাবে নাসির সহ বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে।
রবিবার ভোর ৪.১৫ নাগাদ ওই মহিলা, তাঁর স্বামী এবং কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গে প্লে বয় ক্লাবে গল্পগুজব করছিলেন। নির্যাতিতার স্বামী অভিযোগ করেছেন, নাসির সহ বেশ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে তাঁদের সঙ্গে বিবাদ শুরু করে। বিবাদের সঠিক কারণ না জানা গেলেও, ওই মহিলা দাবী করেছেন, নাসির, তাঁর ভাইপো জুনেইদ খান ও বেশ কয়েকজন মিলে তাঁর শ্লীলতাহানি করে।
ঘটনার পর মহিলার স্বামী পুলিশে অভিযোগ দায়ের করার ৩ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যমকে মহিলা জানান, “ঘটনার আমার ভাই আমাকে রক্ষা কোর্টে গেলে ওরা (নাসিররা) আমাদের দিকে কাচের বোতল ছুঁড়ে মারে। আমরা কোনোক্রমে হোটেল থেকে পালানোর চেষ্টা করি। কিন্তু জুনেইদ খান ফোন করে প্রায় ২০ জনকে ডেকে আমাদের উপর হামলা করে।”
মহিলা আরও বলেন, “আমি তাৎক্ষণিক সাহায্যের জন্য ১০০ নম্বরে ডায়াল করি। কিন্তু কোনও লাভ হয়নি। কয়েকজন ছেলে আমাকে ধাক্কা দিতে শুরু করে এবং আমার গোপনাঙ্গে খুব স্পর্শ করতে থাকে। আমি অভিযোগে আমার মেডিক্যাল রিপোর্ট সংযুক্ত করেছি। রেস্তোরাঁ ক্লাবের সিসিটিভিতে আমাদের উপর আক্রমণের ভিডিও রয়েছে”।
শুধু তাই নয়, মহিলাকে ফোন করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার পর দক্ষিণ বিধাননগর থানায় (Bidhannagar Police) ভারতীয় ন্যায় সংহিতা অধীনে আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ এবং আক্রমণের অভিযোগ দায়ের করা হয়েছে।
২০১২-র পার্ক স্ট্রিট গণধর্ষণ কান্ডে অভিযুক্ত নাসির খান
প্রসঙ্গত, ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি মাসে পার্ক স্ট্রিটে (Park Street Gangrape) এক ৪০ বছরীয় মহিলা ও তাঁর দুই নাবালিকা সন্তানকে গাড়ির মধ্যে গণধর্ষণ করে নাসির সহ ৫ জন। ঘটনার পর চলন্ত গাড়ি থেকেই তাঁদেরকে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়। ২০১৩ সালে নাসিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর ১০ বছরের জেল হয়। “ভালো আচরণের” কারণে নাসিরকে তার ১০ বছরের সাজা শেষ হওয়ার এক বছরেরও বেশি সময় আগে, ২০২০ সালে জেল থেকে মুক্তি দেওয়া হয়।



