
হাইকোর্টের নির্দেশ মত স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাড়তি সেন্ট্রাল ফোর্স চেয়ে চিঠি পাঠাল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) নিরাপত্তা ইস্যুতে তীব্র বিতর্ক চলছে।
হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের থেকে বেশি সেন্ট্রাল ফোর্স নির্বাচনের কাজে মোতায়েন করতে হবে। সেই নির্দেশ মতো স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠাল কমিশন। তবে কমিশনের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে।
রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে রাজীব সিনহার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে সরব বিরোধীরা। আদালতও তাঁর কাজের ধরন নিয়ে প্রশ্ন তুলেছে। এদিন রাজ্যপালের সাথে দেখা করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পদত্যাগের জল্পনা উড়িয়ে দেন। তার পরেই কেন্দ্রীভূত বাহিনী মোতায়েন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










