
বিজেপি নেতা অর্জুন সিংহ (Arjun Singh) কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে শেষ পর্যন্ত রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির সামনে হাজিরা দিলেন। চার বছর আগে ভাটপাড়া পুরসভার একটি মামলায় সিআইডি তাঁকে তলব করেছিল। এই মামলার জেরে অর্জুনকে ১২ নভেম্বর সকালে ভবানী ভবনে হাজির হতে নোটিস পাঠানো হয়।
লক্ষ্মীর ভাণ্ডারকে মডেল করে ট্যাব প্রকল্পে দুর্নীতি আটকানোর নির্দেশ শিক্ষা দফতরকে
তবে অর্জুন সিংহ হাই কোর্টে আবেদন করে দাবি করে যে, উপনির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ডাকা হচ্ছে। হাই কোর্টে তাঁর আবেদন খতিয়ে দেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ ১২ নভেম্বরের জায়গায় ১৪ নভেম্বর, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ দেন। এর ফল বিজেপি নেতাকে বুধবারের উপনির্বাচনের আগেই সিআইডির কাছে যেতে হয়নি।
আপনার স্ত্রী সারাদিন রিল বানায়, মানুষ কেন শুধু ধর্ম রক্ষা করবে? দেবেন্দ্রকে কটাক্ষ কানহাইয়ার
তবে আজ বৃহস্পতিবার তাঁকে তদন্তকারীদের মুখোমুখি হতে হল। অর্জুন সিংহের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, রাজ্য সরকার রাজনৈতিক কারণে তাঁকে একের পর এক মামলায় জড়ানোর চেষ্টা করছে। অর্জুন সিংহের এই হাজিরা দেওয়ার বিষয়টি রাজ্য রাজনীতিতে একটি নতুন মোড় নিয়েছে। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে আদালত স্পষ্ট জানিয়েছে যে, অর্জুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।
চাহিদা বাড়ছে শীতকালীন সবজির, পাল্লা দিয়ে বাড়ছে দাম
তবে এই বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছিল। পরবর্তী শুনানি ১৮ ডিসেম্বর নির্ধারিত হলেও একক বেঞ্চ থেকে এখনও আইনি রক্ষাকবচ দেওয়া হয়নি। এর ফলে মঙ্গলবার ডিভিশন বেঞ্চে ফের আবেদন জানান অর্জুন সিংহ। তবে নথি সংক্রান্ত সমস্যার কারণে ওই আবেদনটি দায়ের করা সম্ভব হয়নি।
এখন প্রশ্ন উঠেছে অর্জুন সিংহের বিরুদ্ধে রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং এই ঘটনা রাজ্যের রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলবে।










