SSC: দুর্নীতিকাণ্ডে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়াল সিঙ্গল-ডিভিশন বেঞ্চ

high-court

বিচার ব্যবস্থায় কার্যত নজিরবিহীন ঘটনা ঘটল। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের সক্রিয়তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Advertisements

জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতির মামলা সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিচ্ছেন ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ায় দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে না। উল্লেখ্য, মঙ্গলবারই অ্যাডভাইজারী কমিটির উপদেষ্টা এস পি সিনহার স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব নিকেশ চেয়ে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন উপদেষ্টা এস পি সিনহা।

   

 

Advertisements

সিঙ্গল বেঞ্চ-এর অভিযোগ, দুর্নীতিগ্রস্তদের সুযোগ দিতেই এমন পদক্ষেপ করছে ডিভিশন বেঞ্চ। সরকারি চাকরিতে দুর্নীতি খুঁজে বার করতে বেঁধে দেওয়া হচ্ছে একক বেঞ্চের হাত। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিযোগ তোলেন, বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বিচারের নামে দ্বিচারিতা করছে।
জুম প্লাটফর্মে ভিডিও কনফারেন্সের অডিও রেকর্ড চেয়ে অনেক আইনজীবী আবেদন করেছেন।
একক বেঞ্চ ও চাইছে ওই অডিও রেকর্ডিং খতিয়ে দেখতে।