The Kashmir Files: কেন্দ্রকে সমালোচনার ‘মাশুল’! কেজরিওয়ালের বাড়ি ভাঙচুর বিজেপির

দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিজেপির বিরুদ্ধে মন্তব্য করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার তারই খেসারত দিতে হল তাঁকে। কেজরিওয়ালের বাড়ির সামনে এদিন বিক্ষোভ দেখান বিজেপি…

দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিজেপির বিরুদ্ধে মন্তব্য করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার তারই খেসারত দিতে হল তাঁকে। কেজরিওয়ালের বাড়ির সামনে এদিন বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ।

বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের নেতৃত্বে আইপি কলেজ থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনে বিক্ষোভ চালানো হয় বলে অভিযোগ।তাঁর বাড়ির সামনের গেট ভাঙচুর করা হয়। আম আদমি পার্টির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বিজেপির বিরুদ্ধে কেজরিওয়ালের বাসভবন ভাঙচুরের অভিযোগ তোলা হয়েছে। টুইটে লেখা ছিল: “মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে বিজেপি আক্রমণ করেছে! নিরাপত্তা বাধা, সিসিটিভি ক্যামেরা, বাড়ির গেট ভাঙা হয়েছে। বিজেপির দিল্লি পুলিশের পূর্ণ সমর্থনে এই কাজ করেছে। কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের দাবি তোলা জন্য এসব হল?”

সম্প্রতি কেজরিওয়াল কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যাকে মিথ্যা বলে অভিহিত করেছিলেন। তিনি এও বলেছিলেন শুধু মনভোলানো ছবি দেখিয়ে কিছু হবে না, আগে কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কার্যত এই ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তুলোধোনা করেন তিনি। তিনি বলেন, “৩২ বছর আগে কাশ্মীরি পণ্ডিতদের জীবনে হঠাৎই অন্ধকার নেমে আসে। সেই অন্ধকার কাটিয়ে পণ্ডিতদের আলোয় ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দল বিজেপি। কিন্তু বাস্তবে তাঁরা কিছুই করেননি। এতদিন পর তাঁরা একটি সিনেমা তৈরি করে বলছেন আমরা আপনাদের জন্য ছবি তৈরি করেছি। বিজেপির মনে রাখা উচিত, কাশ্মীরি পণ্ডিতরা মনভোলানো সিনেমা দেখতে চান না। তাঁরা চান পুনর্বাসন। তাঁরা নিজেদের ফেলে আসা ভিটেতে ফিরে যেতে চান।”