HomeWest BengalKolkata CityJadavpur University: যাদবপুরে 'খুনের চেষ্টা হয়েছিল' অভিযোগে শুভেন্দুর এফআইআর

Jadavpur University: যাদবপুরে ‘খুনের চেষ্টা হয়েছিল’ অভিযোগে শুভেন্দুর এফআইআর

- Advertisement -

যাদবপুরে অশান্তির ঘটনায় এবার পুলিশের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাদবপুরে তাকে খুনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন‌ তিনি। টুইটে এফআইআরের কথা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত , যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে প্রতিবাদ সভায় বৃহস্পতিবার বিকেলে যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডের কাছে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্য রাখার সময় কালো পতাকা দেখানো হয় অতি-বাম ছাত্র সংগঠনের তরফে। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আক্রমণ পালটা আক্রমণ চলে।

আরএসএফের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা। আরএসএফের কর্মীরা তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়েছেন বলে অভিযোগ শুভেন্দুর। তার নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে পেরেছেন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। প্রাণের ঝুঁকি নিয়ে বেরিয়ে আসতে হয়েছে বলে দাবি তার।

   

যাদবপুর থানায় দায়ের করা তার লিখিত অভিযোগকে এফআইআর হিসাবে গ্রহণ করার আর্জিও জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

শুভেন্দু তার অভিযোগপত্রে লিখেছেন, আরএসএফ মাওবাদীদের সেই সংগঠন যা ভারতে নিষিদ্ধ। ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩৪১, ৩৪২, ৫০৬, ১২০বি , ৩৪ এবং ইউপিএ প্রয়োগ করার জন্য যাদবপুর থানার ওসিকে লিখিত অভিযোগে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

শুক্রবার সকালে এ বিষয়ে টুইট করেন শুভেন্দু অধিকারী। লেখেন, “বৃহস্পতিবার রিভলিউশনারি স্টুডেন্টস ফেডারেশনের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা আমার উপর হামলা চালায়। এরাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সমাজবিরোধীদের আখড়ায় পরিণত করেছে।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular