East Bengal: দলবদলের বাজারে নামছেন মশালবাহিনীর কোচ?

ট্রান্সফার উইন্ডো এখনও খোলা রয়েছে। বাকি কয়েক দিনে হতে পারে একাধিক দল বদল। কারণ সব ক্লাবের স্কোয়াড এখনও পুরোপুরি গোছানো হয়নি। এমন পরিস্থিতিতে আলোচনায় উঠে এলেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ Carles Cuadrat।

East Bengal Head Coach Carles Cuadrat

ট্রান্সফার উইন্ডো এখনও খোলা রয়েছে। বাকি কয়েক দিনে হতে পারে একাধিক দল বদল। কারণ সব ক্লাবের স্কোয়াড এখনও পুরোপুরি গোছানো হয়নি। এমন পরিস্থিতিতে আলোচনায় উঠে এলেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ Carles Cuadrat।

শীর্ষে থেকে Durand Cup-এর গ্রুপ পর্ব শেষ করেছে ইস্টবেঙ্গল ক্লাব। বিগত কয়েক বছরের ব্যর্থতার পর সাফল্যের স্বাদ পেতে শুরু করেছেন লাল হলুদ সমর্থকরা। লাল-হলুদ পরিবারের গা গরম করার মতো বার্তা দিয়েছেন কোচ Carles Cuadrat। গতকাল সন্ধ্যায় তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “এই কাজটা আমাদের করতেই হতো। আমরা করে দেখিয়েছি। লাল হলুদ পরিবারকে অভিনন্দন, আমরা Durand Cup-এর গ্রুপ পর্যায়ের সবার আগে থাকতে পেরেছি এবং পরের পর্বের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছি।”

   

এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে যে আপাতত কলকাতার বাইরে থাকতে পারেন ইস্টবেঙ্গলের হাইপ্রোফাইল কোচ। বেঙ্গালুরুর সঙ্গে তার পুরনো সম্পর্ক। অনেকে ধারণা, মাঝের কয়েক দিন বিরতি নিয়ে দল বদেলর বাজারে নামছেন স্বয়ং হেডস্যার। লাল হলুদ সমর্থকদের একাংশের বিশ্বাস, বেঙ্গালুরু থেকে নিজের পছন্দের ফুটবলার নিয়ে আসতে পারে Carles Cuadrat।

তবে এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ইস্টবেঙ্গল নতুন কাউকে স্কোয়াডের সঙ্গে সামিল করতে পারে এই জল্পনা অবশ্য নতুন নয়। কিন্তু কোচ নিজে গিয়েও কাউকে চূড়ান্ত করে আসবেন এটা আপাতত জল্পনার স্তরে রয়েছে। আগামী দিন সাতেকের মধ্যে হয়তো বিষয়টা আরও স্পষ্ট রয়েছে। তবে মশাল বাহিনী এবার যে স্কোয়াড গঠন করেছে করেছে তাতে সমর্থকরা ভালো কিছুর জন্য আশা করতেই পারেন।