বিরোধী বৈঠকে মমতা, বিরোধী দলনেতা শুভেন্দু বললেন, রাজ্যকে জ্বালিয়ে গেল

লোকসভা ভোটের জন্য বিরোধীদের দ্বিতীয় দফার জোট বৈঠক কংগ্রেস শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। এই বৈঠকে যোগ দিতে তৃ়ণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বেঙ্গালুরু। তিনি কলকাতা ছাড়ার কিছু আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, রাজ্যকে জ্বালিয়ে বৈঠক করতে গেল।

পঞ্চায়েত ভোটের পরও রক্তাক্ত রাজ্য। অভিযোগ, শাসকদল তৃণমূল কংগ্রেস লাগাতার অত্যাচার চালাচ্ছে বিরোধীদের উপর। তবে তৃণমূলের দাবি, তাদের দলীয় সমর্থকরাই বেশি মৃত। ভোট পরবর্তী সংঘর্ষে বাড়ছে মৃতের সংখ্যা। একের পর এক প্রাণ হারিয়েছে বহু মানুষ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

   

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই রাজ্যকে জ্বালিয়ে দিয়ে যাচ্ছেন, যত এই চোরেরা একজোট হবে তত মোদীজির সমর্থন বাড়বে। শুভেন্দুর এই মন্তব্যের পর রাজ্যের রাজনীতি সরগরম। শাসকদলের ক্ষোভের মুখে পড়ছেন শুভেন্দু অধিকারী।

এদিকে বেঙ্গালুরুতে অ-বিজেপি জোটের বৈঠক নিয়েও রাজনৈতিক মহল গরম। পাটনার পর বেঙ্গালুরুতে অ-বিজেপি জোটের বৈঠক ঘিরে জাতীয় রাজনীতি সরগরম। India Today এক বিশেষ সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে, বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের আগে ইউপিএ নাম পরিবর্তন হতে পারে। বৈঠকের সময় এটি পরিবর্তন করার বড় সম্ভাবনা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং আম আদমি পার্টি (এএপি) সহ বিজেপি-বিরোধী দলগুলির নতুন জোটকে আর ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) বলা হবে না৷ মেগা বিরোধী বৈঠকের সময় নতুন নামের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই বৈঠকে ২০টিরও বেশি দল অংশ নেবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন